Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 4 october, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষঃকর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।

বৃষঃব্যবসায়ে আজ লাভের পাল্লা ভারী থাকবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ উড়িয়ে নিয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুনঃব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। হতাশ প্রেমিক–প্রেমিকার জন্য আজ চমক জাগানিয়া সুখবর অপেক্ষা করছে।

কর্কট ঃচাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের রঙিন প্রজাপতি উড়ে এসে আপনার হৃদয়কাননে ঠাঁই নিতে চলেছে।

সিংহঃআপনি একজন শিল্পোদ্যোক্তা হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের দৌড়ে পিছিয়ে পড়া আপনি আজ অন্যদের টপকে যেতে সক্ষম হবেন। দূরের যাত্রা শুভ।

কন্যাঃব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাফল্যের পালক কিন্তু আপনার মুকুটে শোভা পাবে।

তুলাঃকর্মস্থলে কর্তৃপক্ষের সুনজরে পড়তে সক্ষম হবেন। আজ ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত আপনিই জিতে যাবেন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিকঃসৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের পাল তোলা নৌকায় ঝটপট উঠে পড়ুন, সেটি আপনাকে নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত ঘাটে!

ধনু ঃশিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। রাতের জোনাকি যেমন অনেককে পথ দেখায়, আপনাকেও কেউ আজ প্রেমের পথচলায় সহায়তা করবে।

মকরঃ দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। কাজের জায়গায় ভালো করার কারণে সম্মাননা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। তীর্থ ভ্রমণ শুভ।

কুম্ভঃব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের দৌড়ে পিছিয়ে পড়া আপনি আজ অন্যদের পেছনে ফেলতে সক্ষম হবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।

মীনঃচাকরিতে কারও কারও অনাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার কিছুই নেই, আজই চমকপ্রদ কোনো ঘটনা আপনার হতাশা দূর করে দিতে চলেছে।