Horoscope Today, 20 November, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃ আজ ব্যক্তিগত জীবন অন্যের কৌতূহলের মুখে পড়বে, উত্যক্ত না হয়ে প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়াই সমীচীন।
বৃষঃ যে কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে, আজ তাতে হাত দিন, সহজেই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।
মিথুনঃ আজ আত্মবিশ্বাসে আস্থা জাগবে, কোনও সমস্যা সমাধানের জন্যই কারও মুখাপেক্ষী হতে হবে না।
কর্কটঃ সব কিছু জীবনে প্রত্যাশামাফিক ঘটে না, তাই আজ সব ভুলে হতাশ না হয়ে নতুন করে শুরু করুন।
সিংহঃ আজকের দিন প্রত্যুপকারের, সমস্যার সমাধান পুরোপুরি না হলেও অন্তত মনের বোঝা অনেকটা হালকা হবে।
কন্যাঃ আজ মন যা বলছে, সেই অনুযায়ী পদক্ষেপ করুন, তাহলেই ঠকতে হবে না, সাফল্য করায়ত্ত হবে।
তুলাঃ আজ কর্মক্ষেত্রে এবং পরিবারে অশান্ত পরিবেশ তৈরি হলেও আত্মসংযমের দ্বারা বাঝা জয় করা যাবে।
বৃশ্চিকঃ আজ অন্যদের নিঃস্বার্থ ভাবে আনন্দ দিলে ভবিষ্যতে নিজেই উপকৃত হবেন- এটা ভুলবেন না।
ধনুঃ আজ সব দিক থেকে অন্যদের সহযোগিতা পাবেন, সুপরিকল্পিত বিনিয়োগে লাভ অনিবার্য।
মকরঃ আজ অল্পতেই বিষাদ গ্রাস করবে, মন হালকা রাখতে পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন!
কুম্ভঃ আজ সমমনস্কদের সঙ্গে যথাসম্ভব সময় কাটান, নতুন সম্পর্কের সূত্রপাতও এখান থেকেই হতে পারে।
মীনঃ আজ বিরোধীদের পাত্তা দেবেন না, কর্মব্যস্ত দিন কাটবে, তার মধ্যেই স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আবশ্যক।