AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 17 August, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ- নিজের বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলের জটিল কাজগুলি সমাধান করতে পারেন, সেই সঙ্গে জেদ ও মেজাজ বৃদ্ধির সম্ভাবনা, মহিলাদের স্ত্রীরোগ সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে।

বৃষ- আবেগ বা দয়াপরবশ হয়ে বন্ধু/বান্ধবীকে বেশ কিছু অর্থ ধার দিতে পারেন যাহা ভবিষ্যতে ফেরৎ নাও পেতে পারেন, বাড়ির বড় বা পতি/পত্নীর সঙ্গে তুচ্ছ কারণে বিবাদ হতে পারে।

মিথুন- কাজের জায়গায় ছোটখাটো পরিবর্তন হতে পারে, খুব চুপচাপ হয়ে যেতে পারেন, ঈশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে, চোখ, কান, দাঁত নিয়ে সমস্যায় পড়তে পারেন।

কর্কট- নিজের প্রতি আস্থা হারিয়ে কাজের গতি শ্লথ করে ফেলতে পারেন সাহস বজায় রাখতে পারলে আশাতীত সাফল্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

সিংহ- আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা লাভ হতে পারে, আয়কর সংক্রান্ত বিষয়ে যুক্ত ব্যক্তিদের বিশেষ সাফল্য ও অর্থ লাভের সম্ভাবনা, শান্ত থাকুন।

কন্যা- একটু অহংকার বৃদ্ধি পেতে পারে ফলে যাদের দ্বারা অতীতে উপকৃত হয়েছিলেন তাদের অবজ্ঞা করতে পারেন, প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত ই ও আইনজীবীদের সাফল্য ও প্রশংসা লাভ।

তুলা- কোনও স্নেহশীল ব্যক্তির পরামর্শে উপকৃত হতে পারেন ফলতঃ বেশ সপ্রতিভ ভাবে কাজগুলি সমাধা

করতে পারেন, তবে ব্যয় এর বিষয়ে সতর্ক থাকতে হবে, ছাত্রদের বিশেষ শুভ।

বৃশ্চিক- মন একটু বিষাদগ্ৰস্ত থাকলেও অনেকাংশে নিজেকে সামলে এগিয়ে যেতে পারবেন, ভবিষ্যতের উন্নতির জন্য সঠিক পথ নজরে আসতে পারে, ঈশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।

ধনু- আপনার প্রতি ঈর্ষাপরায়ণ আত্মীয় বা পরিচিত ব্যক্তিরা অত্যন্ত নমনীয় হয়ে আপনার কাছে কোন সাহায্যের জন্য আসতে পারে, পুরোনো পাওনা টাকা আদায় হতে পারে, তবে মায়ের প্রতি দৃষ্টি রাখুন।

মকর- সতর্ক ভাবে দিনটি কাটালে সমস্ত ঘটনাবলি আপনার আয়ত্তে ও নিয়ন্ত্রনে থাকিবে, গৃহে ও কর্ম ক্ষেত্রে একটু চুপচাপ থাকাই শ্রেয়,মন মাঝে মাঝে বিদ্রোহ করতে পারে। শান্ত থাকুন।

কুম্ভ- কাজের জন্য সঠিক পরিকল্পনা করতে পারেন যাহা অবশ্যই লাভজনক হবে, কারীগরি ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত দের বিশেষ সূযোগ আস্তে পারে তবে পত্নীর স্বাস্থ্য হানী হতে পারে।

মীন- মন বেশ শান্ত হয়ে উঠবে, চাকুরী প্রার্থীদের আশাপূরণ হতে পারে, যাই বিপদ হোক না কেন অবশ্যই পরিত্রাণ পাবেন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পেতে পারে।