দৈনিক রাশিফল। (File Image)

১৪ ফেব্রুয়ারি, ২০২০: আজ শুক্রবার। আজ আপনার জীবনে সুখবর আছে কি? সৌভাগ্য না অর্থলাভ কী ঘটবে আপনার জীবনে? আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: প্রকাশ্যে আসতে পারে উদ্যমী মনোভাব ৷ দিনটি ব্যস্ততম হওয়ার সম্ভাবনা প্রবল ৷ কোনও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন ৷

বৃষ: বিরত থাকতে হবে এমন কোনও কাজ থেকে যা বদলে দিতে পারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং চরিত্রগত পরির্বতন ৷ কদর পেতে পারেন উদারতার দরুন ৷

মিথুন: বিশেষভাবে আগ্রহী হতে পারেন পছন্দের কাজগুলি করতে । আর্তদের সাহায্য আনন্দ দিতে পারে ৷ দানশীল চরিত্রের কারণে বাড়াতে পারে সামাজিক সুনাম ৷

কর্কট: চিন্তায় ফেলতে পারে অপ্রত্যাশিত কোনও পরিস্থিতি ৷ এর ফলে পেতে পারেন মানসিক আঘাতও । সক্ষম হতে পারেন জেদ এবং অদম্য ইচ্ছাশক্তির জেরে এই পরিস্থিতি থেকে সত্ত্বর বেরিয়ে আসতে ।

সিংহ : যোগাযোগ হতে পারে পুরানো বন্ধুদের সঙ্গে ৷ বাড়িতে অতিথি সমাগম হতে পারে ।

কন্যা: কাজ ও আনন্দের মধ্যে ভারসাম্য রেখে দিনটা কাটাতে পারবেন । আগ্রহী হবেন সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে ৷ দিনটি আলসেমিতে কাটিয়ে দিতে পারেন ৷ বৃদ্ধি পেতে পারে ব্যয়ও ।

তুলা: ব্যক্তিত্বের অন্যদিকগুলিও প্রকাশ্যে আসতে পারে । সক্ষম হবেন সবদিক বজায় রেখে চলতে , তা সেটা কাজের জায়গার প্রতিশ্রুতি হোক বা পরিবারের প্রতি অনুরক্তি । প্রতিদ্বন্দ্বীরা নানা কারণে ঈর্ষান্বিত হতে পারেন ।

বৃশ্চিক: বুদ্ধির দ্বারা পরিচালিত নাও হতে পারেন ৷ ভাবনাচিন্তাতেও প্রাধান্য পেতে পারে আবেগ ৷ সাবধানতা অবলম্বন করতে হবে নিজের মতামতকে সর্বসম্মুখে প্রকাশ করার সময় ৷ কেননা , অন্যরা আপনাকে ভুল বুঝতে পারেন ৷

ধনু : কাজের জায়গায় কর্তৃপক্ষের ভরসার পাত্র হয়ে উঠতে পারবেন ৷ সক্ষম হবেন কর্তৃপক্ষের দেওয়া কোনও কাজ সফলভাবে করতে ৷ পেতে পারেন প্রশংসাও ৷ আর্থিকদিক থেকে লাভবান হতে পারেন ৷

মকর: অপ্রিয় কথা বলার স্বাভাবের জন্য কেউ আঘাত পেতে পারেন ৷ সুতরাং বুঝেশুনে কথা বলাই আজ আপনার পক্ষে শুভ হবে ৷ আগ্রহী হতে পারেন সম্পর্ককে মজবুত করতে ৷ প্রত্যাশা অনুযায়ী ফল না পেলেও হতাশ হবেন না ।

কুম্ভ: প্রেমে পড়তে পারেন ৷ সক্ষম হতে পারেন প্রিয়জনের সঙ্গে আনন্দে দিন কাটাতে ।

মীন: বিরক্তি আসতে পারে রোজকার একঘেয়ামি জীবনের দরুন ৷ এই একঘেয়ামি কাটাতে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন ৷ আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে সক্ষম হতে পারেন নিজের ভুলভ্রান্তি শোধরাতে ৷