আজ ২৪ এপ্রিল, বুধবার, আজ বেঙ্গালুরুতে ঘটতে চলেছে এক বিরল ঘটনা, যেখানে ছায়াও সঙ্গ ছেড়ে দেবে মানুষের। আজকের এই দিনটিকে বলে জিরো শ্যাডো ডে। আজ বেঙ্গালুরুতে মানুষ ছায়াশূন্য অনুভব করবে, ছায়ার অস্তিত্ব খুঁজে পাবে না বেঙ্গালুরুর বাসিন্দারা। সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে মানুষের ছায়া। এই ঘটনাটি ভারতের বেঙ্গালুরুতে ঘটবে ২৪ এপ্রিল, বুধবার দুপুর ১২:১৭ মিনিট থেকে ১২:২৩ মিনিট পর্যন্ত। এই সময়ে বেঙ্গালুরুর বাসিন্দারা নিজের ছায়া বা অন্য কারোর ছায়া বা কোনও বস্তুর ছায়া দেখতে পাবে না।

সূর্য যখন সরাসরি মাথার উপরে থাকে, তখন ওই সময় বস্তু বা মানুষের কোনও ছায়ার অস্তিত্ব থাকে না। এই সময়কে বলা হয় শূন্য ছায়া। এই বিরল ঘটনা তথা জিরো শ্যাডো ডে পালন করা হয় বছরে দুবার। প্রথমবার উত্তরায়ণের সময়, যখন সূর্য উত্তর দিকে চলে যায় এবং দ্বিতীয়বার দক্ষিণায়নের সময় যখন সূর্য দক্ষিণ দিকে চলে যায়। এই দুই দিনে, সূর্য সম্পূর্ণভাবে মাথার উপরে থাকে।

সাধারণত ২১ জুন থেকে দক্ষিণ দিকে যেতে শুরু করে সূর্য। এইভাবে, পৃথিবীর ২৩.৫ ডিগ্রী অক্ষাংশের উত্তর ও দক্ষিণের মধ্যে, অর্থাৎ কর্কটক্রান্তি এবং মকর রাশির মধ্যবর্তী স্থানে পৌঁছলে শূন্য ছায়ার মতো অবস্থা তৈরি হয়। পৃথিবীর ঘূর্ণনের অক্ষে কাত হওয়ার কারণে ঘটে এই বিশেষ ঘটনাটি। প্রতিদিন দুপুর ১২ টায় সূর্য সরাসরি মাথার উপরে থাকে না, এই কারণে, সারা বছর ঋতুর পরিবর্তন হয়। কর্কটক্রান্তি এবং মকর রাশির মধ্যে থাকাকালীন পৃথিবীর প্রতিটি বিন্দুর জন্য বছরে দুটি করে হয় শূন্য ছায়া দিন।