গুজরাটের গান্ধীনগরে (Gandhinagar) যুবকের রহস্যমৃত্যু। গত শুক্রবার-শনিবার গভীর রাতে সর্দারনগর এলাকার আম্বাপুর খালের পাশে একটি নির্জন জায়গা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৪ বছর বয়সী এক যুবকের দেহ। পাশেই আহত অবস্থায় উদ্ধার হয় এক তরুণীকে। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।
সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করা হচ্ছে
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃত যুবক আহমেদাবাদের বাসিন্দা বৈভব। রাতের দিকে সে তাঁর প্রেমিকাকে গাড়ি করে নিয়ে গিয়েছিলেন আম্বাপুর এলাকায়। সেখানে জন্মদিনের সেলিব্রেশন করছিলেন তাঁরা। সেই সময়ই দুজনের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতি। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশসূত্রে খবর, হামলাকারীরা পেছন থেকে হামলা চালিয়েছিল। যে কারণে মৃত ও আহতের দেহে ধারালো ছুরি আঘাতের চিহ্ন স্পষ্ট। যুবকের শরীরে ক্ষতবিক্ষত অবস্থা। যদিও হামলাকারীরা পূর্বপরিচিত ছিল বলেই ধারনা পুলিশের। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার ৮ থেকে ১০টিম গঠন করেছে এই ঘটনার তদন্তের জন্য