উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Photo Credits: PTI/File)

লখনউ, ২৫ ডিসেম্বর: নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সারা দেশের পাশাপাশি উত্তর প্রদেশের (Uttar Pradesh) মানুষেরাও। জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি-বাইক। নষ্ট হয়েছে বহুল পরিমাণ সরকারি সম্পত্তিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহত হয়েছেন পুলিশ কর্মীরা। সে সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেছিলেন, 'সব ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা বদলা নেব।' স্বয়ং মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে দেখা দিয়েছিল বিতর্ক। ঘটনার কয়েক দিনের মধ্যেই লখনউ ও মুজফ্ফরনগরের বেশ কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এবার সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ২৮ জনকে ক্ষতিপূরণের নোটিশ দিল উত্তরপ্রদেশের রামপুর জেলা প্রশাসন। প্রত্যেকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪.৮৬ লক্ষ টাকা করে দাবি করা হয়েছে।

ফলে সকলের মনে ভেসে উঠছে যোগী (Yogi Adityanath) বচন - 'আমরা বদলা নেব।' গত মঙ্গলবার জেলার ২৮ জনের বাড়িতে নোটিশ পাঠায় প্রশাসন। নোটিশে মোট ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাঁকার সরকারি সম্পত্তি (Property) ভাঙচুরের হিসাব উল্লেখ করা রয়েছে। যার মধ্যে পুলিশ জিপ ভাঙচুরে সাড়ে ৭ লক্ষ, মোটরবাইক ভাঙচুরে ১ লক্ষ ৫০ হাজার এবং হেলমেট ও ১০টির মত পুলিশের লাঠি ভাঙচুরের ক্ষতিপূরণের হিসাব উল্লেখ রয়েছে। এনডিটিভির খবর অনুযায়ী রামপুরের জেলাশাসক এ কে সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, 'পুলিশি তদন্তে সরকারি সম্পত্তি ভাঙচুরে যাদের ভূমিকা সম্পর্কে জানা গেছে, তাদের কাছেই নোটিশ পাঠানো হয়েছে। কেন ক্ষতিপূরণ বাবদ অর্থ চাওয়া হবে না, তা জানাতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।' জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও ভিডিও থেকেই ওই সমস্ত হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। আরও পড়ুন: Christmas 2019: দেশজোড়া হট্টগোলের মধ্যেই বড়দিনে সেজে উঠল বিভিন্ন রাজ্যের নামকরা গির্জাগুলি

এদিকে, যোগী রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের সময়ে গুলি চালানোর কথা শেষ পর্যন্ত মেনে নিল সে রাজ্যের পুলিশ। গত সপ্তাহের শুক্রবার বিজনৌরে তাদের গুলিতে সুলেমান (Suleman) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় পুলিশ। সুলেমানের পরিবারের দাবি, তিনি সিভিল সার্ভিস (Civil Service) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর সঙ্গে বিক্ষোভের কোনও সম্পর্ক ছিল না। উত্তরপ্রদেশে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন অনেকে। তাদের মধ্যে সুলেমানে একজন