এবার রক্ষকই হল ভক্ষক। চার পুলিশ আধিকারিক এক চিকিৎসককে মারধর করে হাতাল ২০ লক্ষ টাকা। আর সেই টাকা হাতিয়ে পালানোর চেষ্টা করল অভিযুক্তরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লির পশ্চিম বিহার (পূর্ব) থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে রবিবার এক মহিলা পুলিশ সহ চার আধিকারিককে গ্রেফতার করেছে তদন্তকারীরা। যদিও তাঁদের থেকে লুটের টাকা উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে, আহত অবস্থায় চিকিৎসক ভর্তি রয়েছেন হাসপাতালে।
চিকিৎসককে মারধর করা হয়
জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই এলাকার এক চিকিৎসকের ক্লিনিকে হানা দেয় চার পুলিশ আধিকারিক। এদের মধ্যে সাব-ইনস্পেক্টর পদমর্যাদার এক মহিলা আধিকারিকও ছিলেন। তাঁরা একটি ভুয়ো নথি ফাঁস করে দিয়ে গ্রেফতার করার হুমকি দেয় ওই চিকিৎসককে। প্রথমে তাঁদের হুমকিতে ভয় না পেলেও পরে চিকিৎসককে ক্লিনিকেই মারধর শুরু করেন তাঁরা। প্রাণের ভয়ে সে ২০ লক্ষ টাকা দিতে রাজি হয়।
গ্রেফতার অভিযুক্তরা
এরপর টাকা নিয়ে তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তারপরেই ওই প্রবীণ চিকিৎসক থানায় গিয়ে চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। অবশেষে রবিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ।