Divorce Filed After 18 Month Of Wedding (Photo Credit: Latestly)

মুম্বই, ২৩ জুলাই: বিয়ের পর  মাত্র ১৮ মাসের মাথায় ডিভোর্স (Divorce Case) অর্থাৎ বিচ্ছেদের মামলা দায়ের করলেন এক মহিলা। বিচ্ছেদের মামলা দায়ের করে খোরপোষ বাবাদ তিনি চাইলেন বিএমডব্লিউ গাড়ি। সেই সঙ্গে মুম্বইয়ের কলপোতরু প্রজেক্টে একটি বিলাসবহু ফ্ল্যাও চেয়ে বসলেন। সেই সঙ্গে প্রত্যেক মাসে ১২ কোটি টাকা করে চাইলেন ওই মহিলা। শুনতে অবাক লাগলেও, মুম্বইয়ের এমন একটি ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

সুপ্রিম কোর্টে (Supreme Court) এই বিচ্ছেদের মামলা ওঠে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে। যে শুনানি চলাকালীন বিচারপতিও অবাক হয়ে যান। মাত্র ১৮ মাস বিয়ের বয়স। তার মধ্যেই বিচ্ছেদ ফাইল করে কেউ কীভাবে ১২ কোটি টাকা প্রত্যেক মাসে খোরপোষ বাবদ চাইতে পারেন। সেই সঙ্গে কয়েক কোটির ফ্ল্যাট এবং বিএমডব্লিউ গাড়ি দাবি করতে পারেন, তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। প্রসঙ্গত যে মহিলা ওই ডিভোর্স ফাইল করেন, তিনি নিজে তথ্য প্রযুক্ত কর্মী। এমবিএ করাও রয়েছে তাঁর ডিগ্রিতে।

আরও পড়ুন: Alimony Case: ডিভোর্সের পর মহিলার ১২ কোটি টাকার খোরপোশ ও ফ্ল্যাটের দাবিতে বিচারপতির জবাব, কেন নিজে কাজ করছেন না

এরপরই ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মী যখন নিজে রোজগারে সমর্থ, তাহলে কেন তাঁর স্বামীর কাছ থেকে তিনি খোরপোষের অর্থ নেবেন। কেন খোরপোষের অর্থের উপর তিনি জীবনধারণ করতে চাইছেন বলেও তোলা হয় প্রশ্ন।

আদালতের তরফে শেষ পর্যন্ত কী জানানো হয়

আদালতের তরফে জানানো হয়, হয় ওই মহিলাকে তাঁর দাবি অনুযায়ী কলপোতরু প্রজেক্টে ফ্ল্যাট নিতে হবে না হলে একবারে খোরপোষ বাবদ ৪ কোটি  নিতে হবে। সেই সঙ্গে ওই মহিলাকে নিজেকেও রোজগারের চেষ্টা করতে হবে।