প্রতীকী ছবি

গুরুগ্রাম: একজন মহিলার (Woman) শোওয়ার ঘরে গোপন ক্যামেরা (spy camera) লাগিয়ে আপত্তিকর ভিডিয়ো (objectional videos) তুলে পরে সেগুলি সোশ্যাল মিডিয়াতে (social media) আপলোড করার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চেয়ে ব্ল্যাকমেলিং (blackmailing) করার অভিযোগ উঠল পরিচারকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের (Gurugram) ইস্ট পুলিশ স্টেশন (east police station) এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজের অভিযোগে ওই মহিলা উল্লেখ করেছেন, কিছু দিন আগে একটি প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে শুভম কুমার নামে একজন পরিচারককে নিজের বাড়িতে কাজের জন্য নিয়োগ করেছিলেন ওই মহিলা। তারপর থেকে তাঁদের বাড়িতেই থাকত ওই পরিচারক। আর সেই সুযোগে মহিলাটির বেডরুমে গোপন ক্যামেরা লাগিয়ে তাঁর কিছু আপত্তিকর ভিডিয়ো তুলে রাখে অভিযুক্ত।

গত সপ্তাহে নিজের ঘর পরিষ্কার করতে গিয়ে ওই গোপন ক্যামেরার সন্ধান পান মহিলাটি। আর তারপরই পরিচারককে কাজ থেকে তাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে বেশি জলঘোলা করতে চাননি বলে পুলিশের কাছে যাননি তিনি। কিন্তু, পরে শুভম কুমার নামে অভিযুক্ত ওই পরিচারক মহিলাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। হুমকি দিয়ে বলে ২ লক্ষ টাকা না দিলে গোপন ক্যামেরার মাধ্যমে তোলা আপত্তিকর ভিডিয়োগুলি সে সোশ্যাল মিডিয়োতে আপলোড করে দেবে। এই হুমকির পরেই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।

এপ্রসঙ্গে ইস্ট পুলিশ স্টেশনের সাইবার ক্রাইম বিভাগের স্টেশন হাউস অফিসার জসবীর জানান, অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইস্ট পুলিশ স্টেশনে তথ্যপ্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।