বিয়ের পরেও কোনও শারীরিক সমস্যা না থাকলেও ইচ্ছাকৃতভাবে যৌনতায় লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার সমান। এক মামলায় এমন কথাই জানাল দিল্লি হাইকোর্ট। বিয়ের ৩৫ দিন পর এক ডিভোর্সের মামলায় দিল্লি হাইকোর্টের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ জানাল এই কথা।
স্বামীর অভিযোগ ছিল স্ত্রী ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে না। স্ত্রী-র অভিযোগ ছিল পণের টাকা সমস্যা হওয়ায় তিনি এমন কাজ করছেন। কিন্তু স্ত্রী-র অভিযোগে তেমন কোনও ভিত্তি পাওয়া যায়নি। আরও পড়ুন-মুখে নয়, হোয়াটসঅ্যাপে লিখে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে থানায় স্ত্রী
দেখুন টুইট
HC on Sex Refusal by Spouse: Wilful Denial of Sexual Relationship Amounts to Cruelty in Marriage, Says Delhi High Court#DelhiHighCourt #SexualRelationship #HCOnSexRefusal https://t.co/3cHzBDYSwV
— LatestLY (@latestly) September 18, 2023