পাটনা, ১০ নভেম্বর: সমস্ত সমীক্ষাকে উলটে দিয়ে বিহারে (Bihar Assembly Elections Results 2020) একক সংখ্য়াগরিষ্ঠতায় এগিয়ে বিজেপি। এনডিএ আপাতত চালকের আসনে রয়েছে। এবারও বিহারে জয়ের মুকুট পরবে এনডিএ নাকি কংগ্রেস আরজেডির মহাজোট। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট? নির্বাচন কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত ১ কোটির উপরে ভোট গণনা হয়ে গেছে। তাতে সুবিধাজনক জায়গায় রয়েছে বিজেপি-জেডিইউ জোট। এরই মধ্যে ইভিএম নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj)। ইভিএমের (EVM) কার্যকারিতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন তিনি। বিহার বিধানসভা ভোটে ও বিধানসভা উপ-নির্বাচনে ভোটের পরাজয় দেখে ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ করেছেন তিনি।
উদিত রাজ টুইটে লেখেন "যদি পৃথিবী থেকে মঙ্গল ও চাঁদে পাঠানো যান নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তবে কেন ইভিএম হ্যাক করা যাবে না?" অন্য একটি টুইটে রাজ প্রশ্ন তোলেন যে অ্যামেরিকা ইভিএম-র মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করলে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়া সম্ভব ছিল না। আরও পড়ুন: Bihar Assembly Elections Results 2020 Live News Updates: বিহার বিধানসভা ভোটের লাইভ ফলাফল, ১ কোটির উপরে ভোট গণনা হয়েগেছে, ফল ঘোষণা বেশি রাতে, জানালো নির্বাচন কমিশন
ইভিএম হ্যাকিংয়ের ষড়যন্ত্র তত্ত্বটি নির্বাচন কমিশন বহুবার খারিজ করে দিয়েছে। এক সময় তারা রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিল। কংগ্রেস এবং বিএসপি-র মতো দলগুলি শেষ পর্যন্ত হার মেনেছিল। আসলে ভারতীয় ইভিএমগুলি একক ডিভাইস এবং এতে কোনও ফ্রিকোয়েন্সি রিসিভার এবং ওয়্যারলেস ডিকোডার থাকে না। কেউ ডিভাইস লঙ্ঘন করে এবং বাহ্যিকভাবে কোনও ব্লুটুথ বা ওয়্যারলেস রিসিভার ইনস্টল করার ক্ষেত্রে ডিভাইসটি বন্ধ হয়ে যায়।