লখনউ, ৩০ সেপ্টেম্বর: হাথরস গণধর্ষণ কাণ্ডে (Hathras Gangrape Case) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (Priyanka Gandhi Vadra)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মেসেজে আদিত্যনাথকে তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা। গত দু'সপ্তাহ ধরে কেন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি? পাশাপাশি রাতের অন্ধকারে কেন তড়িঘড়ি দলিত নির্যাতিতার সৎকার করা হল, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা।
প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "১৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। কিন্তু মুখ্যমন্ত্রী আজ প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খুললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন প্রথম এই বিষয়টি নিয়ে আদিত্যনাথের সঙ্গে কথা বললেন এবং সিট গঠন করলেন। তাহলে কী আপনি প্রধানমন্ত্রীর ফোনের অপেক্ষায় বসেছিলেন? নাকি গত ১৪ দিন ঘুমোচ্ছিলেন?" এখানেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা। তিনি আরও বলেন, 'নির্যাতিতা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। তাঁকে ভাল হাসপাতালেও নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়নি।'
मैं यूपी के मुख्यमंत्री जी से कुछ सवाल पूछना चाहती हूँ-
परिजनों से जबरदस्ती छीन कर पीड़िता के शव को जलवा देने का आदेश किसने दिया?
पिछले 14 दिन से कहां सोए हुए थे आप? क्यों हरकत में नहीं आए?
और कब तक चलेगा ये सब? कैसे मुख्यमंत्री हैं आप? pic.twitter.com/Q2qPcDXDTT
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 30, 2020
সৎকারের সময় নির্যাতিতার পরিবারের সঙ্গেও দুর্বব্যহার করা হয়েছে। শেষবারের মত নিজের মেয়েকে দেখতে পাননি মা। এমনকী, ঘরেও নিয়ে যাওয়া হয়নি দলিত মেয়েটির মৃতদেহ। সৎকারের যাবতীয় কাজ থেকেও বঞ্চিত হতে হয়েছে ধর্ষিতার বাবাকে। অমানবিক ব্যবহার করা হয়েছে নির্যাতিতার পরিবারের সঙ্গে বলে যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা। তিনি বলেন, 'কী ধরণের মুখ্যমন্ত্রী আপনি? রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে আপনার কি কোনও দায়িত্ব নেই?'