মুম্বই, ২৬ মার্চ: প্রয়াত মুম্বই আন্তর্জাতিক সাহিত্য উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক তথা প্রখ্যাত সাংবাদিক অনিল ধারকের (Anil Dharker)। হৃদরোগ জনিত সমস্যা হাসপাতালে ভর্তি ছিলেন অনিল ধারকের। সেখানেই বৃহস্পতিবার গভীররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে ক্রীড়া সাংবাদিক সম্বিত বলের টুইটবার্তা, “অনিল ধারকেরের জীবনাবসানের খবরে গভীরভাবে শোকাহত। ইন্ডিপেন্ডেন্টে যখন কাজ করছি, তখন খুব অল্পদিনের জন্য তাঁকে সম্পাদক হিসেবে পেয়েছিলাম। সেখানে অনিল ধারকের এমন একটা যুগের প্রতিনিধিত্ব করছিলেন যেখানে সংবাদ মাধ্যম বলতে শুধু সংবাদপত্রকেই বোঝানো হত।” আরও পড়ুন-West Bengal Weather Update: দোলের দিনেই রাজ্যে স্বস্তির বৃষ্টি, খুশির খবর হাওয়া অফিসের
প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। তিনি তাঁর শোকবার্তায় লিখেছেন, “অনিল ধারকেরের মৃত্যুর খবরে দুঃখ বোধ করছি। উদারপন্থী, সমাজকর্মী, লেখক, সাংবাদিক হিসেবে মুম্বইয়ের এক প্রতিষ্ঠান ছিলেন তিনি। প্রিয় বন্ধুকে ভীষণভাবে মিস করব।”
অনিল ধারকেরের মৃত্যুর খবরে হতবাক লেখক মীনাল বাঘেল। তাঁর টুইট, “মুম্বইয়ের সাংবাদিকতা জগতে বিরাট প্রভাব বিস্তার করেছিলেন অনিল ধারকের। সেই জায়গাটা আজ শূন্য হয়ে গেল। সেই সঙ্গে অত্যন্ত দয়ালু একজন মানুষ।”