প্রতীকী ছবি (Photo Credits: ANI)

Weather Update Today: রবিবারই কেরলে আছড়ে পড়বে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে ঢুকবে বর্ষা। ভারতের আবহাওয়া দফতর (IMD)জানিয়েছে, নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই দক্ষিণের এই রাজ্যের বর্ষার আগমন হতে চলেছে। একেবারে দোরগোড়ায় বর্ষাকাল। গত ১৬ বছরে এই প্রথমবার এতো আগে বর্ষা এসে হাজির হচ্ছে করলে (Monsoon in Kerala)।

সাধারণত জুন মাসে কেরলে বর্ষা ঢোকে। গোটা দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা নামে। তারপর ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত ভিজতে শুরু করে। কেরলে বর্ষার স্বাভাবিক সময়ে জুন মাসের প্রথম সপ্তাহ। কিন্তু এই বছর মে মাসের শেষ সপ্তাহেই বর্ষা ঢুকছে কেরলে। রাজ্যজুড়ে বর্ষা শুরুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গত দুই দিনে কেরলের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতও হয়েছে। শেষবার কেরলে মে মাসে বর্ষা এসেছিল ২০০৯ এবং ২০০১ সালে।

বাংলায় বর্ষা কবে?

বাংলায় বর্ষা কবে আসবে সেই উত্তর সঠিকভাবে যদিও এখনও জানা যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে আগে প্রবেশ করে বর্ষা। তারপর তা দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হয়। রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় জুনের মাঝামাঝি। এই বছর জুনের আগে নাকি জুনের পরে কখন বর্ষা আসবে সে নিয়ে এখনও স্পষ্ট কোন ধারণা দেয়নি আলিপুর হাওয়া অফিস।