
দিল্লি, ২৯ মে: আবহাওয়া (Weather Update) ক্রমাগত খারাপ হচ্ছে। আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী, দিল্লিতে টানা বৃষ্টি (Rain) হবে। কখনও তা ভারি আবার কখনও মাঝারি। যার জেরে বৃহস্পতিবার ভারতের রাজধানী শহরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রগর্ভ মেঘের (Thunderstorm) সঞ্চারে যেমন দিল্লিতে বৃষ্টি (Delhi Rain) হবে, তেমনি ঝোড়ো হাওয়া বইবে। দিল্লিতে যে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে, তার গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী ২ দিন ধরে দিল্লিতে একটানা বৃষ্টি হবে এবং ঝড় বইবে বলে জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: Cyclone Update: নদী বাঁধে ধস, বৃষ্টির মধ্যেই আতঙ্কে গঙ্গাসাগরের বাসিন্দারা
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ৭০ কিলোমিটার বেগে ঝড় যেমন বইবে, তেমনি টানা বৃষ্টিতে বিপন্ন হতে পারে জনজীবন। ফলে দিল্লিবাসী যাতে সাবধানে থাকেন, সতর্ক থাকেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
প্রসঙ্গত কমলা সতর্কতার অর্থ, আবহাওয়ার পরিস্থিতি বেগ দেবে। মানুষ যাতে সাবধানে থাকেন, সে বিষয়ে সতর্কতা প্রকাশ করা হয় কমলা সতর্কতা প্রকাশ করা হলে। বৃহস্পতিবার সকাল থেকে হালকা বৃষ্টি হলেও, বেলা যত বাড়বে, তত তীব্রতা বাড়বে বলে জানানো হয়েছে। দিল্লির পাশাপাশি গুরগাঁও, নয়ডা, গাজ়িয়াবাদেও জারি করা হয়েছে সতর্কতা। তবে এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে।