সিমলা, ৫ নভেম্বর: হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে করোনায় বিনামূল্যে টিকার কথা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচলের মানুষ নির্বাচনের সময় সঠিক বোতাম টিপেছিলেন, তাই এখানে এত উন্নয়ন বলে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মোদী। সঙ্গে মান্ডিতে জনসভায় মোদী করোনা টিকা বিনামূল্যে দেওয়া নিয়ে নিজের সরকারের ঘুরিয়ে প্রশংসা করলেন। তারপর মোদী বললেন, হিমাচলে যদি কংগ্রেস সরকার থাকত, তাহলে সেখানে সবার শেষে টিকা আসত। রাজ্যে বিজেপি সরকারের প্রশাসনিক ততপরতার জন্যই হিমাচলের বহু মানুষ দ্রুত কোভিড টিকা পেয়েছেন, বলে দাবি মোদীর।
কংগ্রেসকে পরিবারতন্ত্রের পৃষ্ঠপোষক, দুর্নীতিবাজ বলে কটাক্ষ করে মোদী হিমাচলের ভোটারদের আবেদন করেন, রাজ্যে ফের বিজেপি সরকারকে আনতে। ভোটের আগে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া কংগ্রেসের পুরনো কৌশল বলেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মান্ডিতে জনসভায় বক্তৃতা দেওয়ার পর আগে তাঁকে ফুলের বন্যায় স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা। ৬৮ সদস্যের হিমাচল বিধানসভায় এক দফায় ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর। ফল প্রকাশ গুজরাটের সঙ্গে ৮ ডিসেম্বর।
দেখুন টুইট
We gave free vaccines. If there was a Congress government in Himachal Pradesh, then vaccines would have reached Himachal Pradesh at last. You (public) voted on the right button and that's why so much development happened: PM Narendra Modi, in Mandi#HimachalPradeshElections pic.twitter.com/5YcylSBZmQ
— ANI (@ANI) November 5, 2022
এদিকে, হিমাচলে ভোটের আগে চলছে রোজ দলবদলের খেলা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হিমাংশু ব্যাস। কংগ্রেসের এনআরআই শাখার দায়িত্বে থাকা হিমাংশু কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েই নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন। অন্যদিকে, আম আদমি পার্টি ছেড়ে হিমাচলে কংগ্রেসে ফিরলেন দাপুটে নেতা ইন্দ্রনীল রাজগুরু। ইন্দ্রনীল ক দিন আগেই কংগ্রেস ছেড়ে আপে যোগ দিয়েছিলেন। অভিযোগ, আপ তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করায় তিনি কংগ্রেসে ফিরলেন।