Rahul Gandhi.jpg (Poto Credit: Twitter)

দিল্লি, ৭ অগাস্ট: ওয়েনাড় (Wayanad) নিয়ে বুধবার সংসদে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সংসদে হাজির হয়ে রাহুল গান্ধী বলেন, ওয়েনাড়ের মানুষ কী অবস্থায় রয়েছেন, তা তিনি নিজের চোখে দেখে এসেছেন। দিদি প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়েনাড়ে গিয়েছিলেন। তাঁরা দুজনে স্বচোখে দেখে এসেছেন মানুষের দুঃখ, কষ্ট। সংসদে এমনই বলেন রাহুল। পাশাপাশি ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ আরও বলেন, ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে ধসে। সেনা বাহিনী, বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী, দমকল, পুলিশ একসঙ্গে ওয়েনাড়ে উদ্ধার কাজ শুরু করেছে। কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলাঙ্গানার বিপর্যয় মোকাবিলাকারী দলও যেভাবে ওয়েনাড়ে গিয়ে উদ্ধার কাজ করছে, তার প্রশংসা করেন রাহুল গান্ধী।

শুনুন কী বললেন রাহুল...

 

পাশাপাশি ওয়েনাড়ের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাঁদের পূর্ণাঙ্গ সাহায্য কেন্দ্রীয় সরকার করুক বলে আবেদন জানান রাহুল গান্ধী। সেই সঙ্গে ওয়েনাড়ের ভূমিধসকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করুক বলেও দাবি জানান রাহুল গান্ধী।