দিল্লি, ৭ নভেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে হুমকি দিল শিখ ফর জাস্টিস। কানাডার শিখ ফর জাস্টিসের গুরুপতওয়াত সিং পান্নুনের তরফে রবিবার হুমকি দেওয়া হয়। এপরই পাঞ্জাব এবং দিল্লি বিমানবন্দরকে সতর্ক করা হয়। কোনও ভিজিটর যাতে পাস দেখিয়ে দিল্লি এবং পাঞ্জাব বিমানবন্দরে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয় এই দুই বিমানবন্দর কর্তৃপক্ষকে। আগামী ১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বকােপের ফাইনাল। ওইদিন এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ানো হবেবলে হুমকি দেওয়া হয় খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতওয়াত পান্নুনের তরফে। এরপরই কড়া সতর্কতা জারি করা হয় দিল্লি এবং পাঞ্জাব বিমানবন্দরে।
সম্প্রতি খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। খালিস্তানি জঙ্গি ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হলে এবার ফের শিখ ফর জাস্টিস গ্রুপের তরফে দেওয়া হল হুমকি।