মণিপুরে তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। গত ৪ মে এই ঘটনা ঘটে কাংপোকপি জেলায় ভিডিয়োতে দেখা যায়, নগ্ন অবস্থায় দু'জন মহিলাকে জোর করে রাস্তা দিয়ে রীতিমতো ছোটাচ্ছেন একদল যুবক। দেশের মানুষের বিক্ষোভের চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই কাণ্ডে মুখ খুলতে হয়েছিল। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো কাণ্ডে গত জুলাইয়ে মূল অভিযুক্ত সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় ৬ জন অভিযুক্তর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চার্জ আনল সিবিআই। অভিযোগ, ওই দুই মহিলা গণধর্ষণের শিকার হয়েছিলেন। তাঁদের দু'জনকে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায় তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছিল। মণিপুরের তিনজন নারীকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। ২১ বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনভাবে পালিয়ে যান। ২১ জুন অভিযোগ দায়ের করা হয় মণিপুর পুলিশে।
দেখুন এক্স
Viral video of women being paraded naked in Manipur: CBI charges six people with gangrape and murder, say officials
— Press Trust of India (@PTI_News) October 16, 2023
রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলফ (ITLF)-এর দাবি, কুকি-জো সম্প্রদায়ের ওই দুই মহিলার উপরে অমানুষিক নির্যাতন চালিয়েছে মেইতেইরা। কেঁদে কেঁদে কার্যত প্রাণ ভিক্ষা করছিলেন দুই মহিলা।