Woman Taj Hotel Video (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২২ অক্টোবর: তাজ হোটেলে (Taj Hotel) পা ভাঁজ করে বসা যাবে না। চেয়ারের উপর হাঁটু মুড়ে বসা যাবে না কোনওবাবে। তাজ হোটেলে গিয়ে এমন কথা শুনতে হল এক মহিলাকে। যা শুনেই শ্রদ্ধা শর্মা নামে ওই মহিলা ততক্ষণাৎ তার প্রতিবাদ করেন।

এরপরই শ্রদ্ধা শর্মা নামে ওই মহিলা নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তাজ হোটেলের কর্মীদের কথার প্রতিবাদ করেন। তিনি জানান, তাজের কর্মীদেরতরফে তাঁকে বলা হয়েছে, তিনি যেন সর্বসমক্ষে পা মুড়ে না বসেন। তিনি মা ভাঁজ করে বসেছেন বলে সেখানে হাজির অন্য অতিথিদের অসুবিধা হচ্ছে বলে শ্রদ্ধাকে জানানো হয়। যা শুনে অবাক শ্রদ্ধা পালটা প্রশ্ন করেন, তাঁর বসায় কী সমস্যা হয়েছে?

পাশাপাশি শ্রদ্ধার চটি নিয়েও আপত্তি জানান তাজের কর্মীরা। যার প্রেক্ষিতে শ্রদ্ধা শর্মা নামে ওই মহিলা পালটা জানান, তিনি কোলাপুরী চটি পরে এসেছেন নিজের টাকায়। রুচি সম্মত পোশাক পরে যেখানে যাওয়া যায়, তার কোনও খামতি নেই তাঁদের মধ্যে। তাই কেন তাজ হোটেলের কর্মীরা এই ধরনের প্রশ্ন বা মন্তব্য করলেন, তা নিয়ে প্রতিবাদ করেন শ্রদ্ধা।

আর শ্রদ্ধা শর্মার ওই ভিডিয়ো দেখে নানা জনে নানা মন্তব্য করেন। কেউ শ্রদ্ধা শর্মার কথায় সমর্থন জানান। আবার অনেকে বলতে শুরু করেন, ফাইন ডায়নিংয়ে খেতে গেলে কিছু নিয়ম মনে চলতে হয়। ফাইন ডায়নিংয়ের বেশ কিছু নিয়ম নীতি, ড্রোস কোড রয়েছে বলে অনেকে মন্তব্য করেন।

দেখুন শ্রদ্ধা শর্মার সেই ভিডিয়ো, যা নিয়ে চলছে বিতর্ক...

 

সবকিছু মিলিয়ে শ্রদ্ধা শর্মা নামে ওই মহিলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে নানা মন্তব্য শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।