বারাণসী, ২৭ সেপ্টেম্বর: বারাণসীর এক বাড়ির ছাদে ঘুরছে সাদা কাপড়ের ভূত। এই ভিডিও ভাইরাল (Ghost Video) হতেই স্থানীয়রা আতঙ্কে কাঁটা হয়ে আছেন। খবর পেয়েই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে FIR দায়ের করেছে ভেলুপুর থানার পুলিশ।
ভেলুপুর থানার ইনস্পেক্টর রামকান্ত দুবে বলেছেন, " এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে।" আরও পড়ুন-Mona Lisa Gets An Indian Makeover!: বঙ্গ ললনা থকে রাজস্থানের রানি, মারাঠি কন্যা থেকে দাক্ষিণাত্যের আয়না; গোটা ভারত যেন মোনালিসার অঙ্গে! (দেখুন ছবি)
বেশ কয়েকদিন আগেই গোলমালটা প্রথমে শুরু হয়েছিল। স্থানীয় ভিডিএ কলোনির বাদি গাবি এলাকার একটি ভিডিও হোয়াটসঅ্য়াপে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বাড়ির ছাদে চলমান ছায়াকে হাঁটতে দেখা গেছে। এরপরে আরও তিনটে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ভিডিওগুলিকে ভুয়ো বললেও বাকিদের দাবি, ভিডিওর দৃশ্য একেবারে জলজ্যান্ত।
ছাদের উপরে হাঁটছে ভূত!
बनारस में छतों पर एक सफेद कपड़ा पहने भूत के चलने का वीडियो तेजी से वायरल हो रहा है, चश्मदीदों ने पुलिस से जांच की मांग की है... pic.twitter.com/e8KqvvYIr0
— Banarasians (@banarasians) September 22, 2022