চার দিনের সফরে সোমবার সিকিমে পৌছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিজের কাজের ব্যস্ততার ফাঁকেও বিশ্বের উচ্চতম হ্রদ গুরুদোংমার হ্রদ পরিদর্শন করতে গেলেন তিনি। উত্তরে তিব্বত ও চীনা সীমান্তের কাছাকাছি অবস্থিত সিকিমের লাচেন প্রদেশে অবস্থিত গুরুদোংমার হ্রদ। গুরুদোংমার বিশ্বের উচ্চতম হ্রদগুলির মধ্যে একটি এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪৩০ মিটার(১৭,৮০০ ফুট) উচ্চতায় অবস্থিত। হিমবাহ দ্বারা ঘেরা হ্রদটির আয়তন ১১৮ হেক্টর (২৯০ একর) এবং এর দৈর্ঘ্য ৫.৩৪ কিলোমিটার। উল্লেখযোগ্য লাদাখের প্যাংগং লেকের (১৪,২৭০ ফুট) চেয়ে অনেক বেশি উঁচুতে এই হ্রদ। এইখানে বসেই অর্থমন্ত্রী সীতারমণ গুরু পদ্মসম্ভবের কাছে প্রার্থনা করেন, যার নামানুসারে গুরুদোংমার হ্রদের নামকরণ করা হয়। গুরুদোংমার আক্ষরিক অর্থ 'লাল মুখের গুরু' এবং 'গুরু ড্রাগমার'-এর মতো শোনায়, যার অর্থ গুরু পদ্মসম্ভবের লাল রঙের রাগান্বিত রূপ।এই সফরে তার সঙ্গে রয়েছেন সিকিম সরকারের সড়ক, সেতু ও সংস্কৃতি মন্ত্রী শ্রী সামদুপ লেপচা। দেখুন সেই প্রার্থনার ভিডিও-
Smt @nsitharaman offers prayers to Guru Padmasambhava, after whom the Gurudongmar Lake is named. Gurudongmar literally means ‘The Red-Faced Guru’ and sounds similar to ‘Guru Dragmar’, which means the red-coloured wrathful form of Guru Padmasambhava. (3/4) https://t.co/g8s3Zb1Ep5 pic.twitter.com/UQn31kDBoq
— NSitharamanOffice (@nsitharamanoffc) March 1, 2023
Smt @nsitharaman visits Gurudongmar Lake in Lachen, Sikkim which sits in close proximity to the Tibetan and Chinese border in the north. She is accompanied by Shri Samdup Lepcha, Minister of Roads, Bridges & Culture - Sikkim Govt. (1/4) pic.twitter.com/rDL6lR4cFd
— NSitharamanOffice (@nsitharamanoffc) March 1, 2023