জৌনপুর (উত্তরপ্রদেশ): রামলীলার (Ramlila) একটি দৃশ্যে শিবের (Lord Shiva) সাজে থাকা এক ব্যক্তির সামনে আরতি করছিলেন অন্য এক অভিনেতা। আচমকা মাথা ঘুরে মঞ্চের উপরেই মাথা ঘুরে পড়ে যান শিবের সেজে থাকা ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুরা (Jaunpur) জেলার মাচ্চালিশহর (Machhlishahr) এলাকায়। মৃতের নাম রাম প্রসাদ ওরফে চব্বন পাণ্ডে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, জৌনপুরা জেলার মাচ্চালিশহর এলাকার বেলাসিনে গ্রামে সোমবার রামলীলার আয়োজন করা হয়েছিল। সেই সময় মর্মান্তিক ওই ঘটনা ঘটে। ওই ঘটনার সময়ে তোলা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি দৃশ্যে শিব সেজে অভিনয় করছিলেন রাম প্রসাদ। তাঁর সামনে একজন পুজোর থালা নিয়ে আরতি করছিলেন আর সামনে বসে ছিলেন তিন অভিনেতা। আচমকা বুকে যন্ত্রণা শুরু হওয়ার কারণে মাথা ঘুরে পিছনে দিকে পরে যান রাম প্রসাদ। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
आरती के दौरान अचानक मंच पर गिर पड़ा शख्स | Unseen India pic.twitter.com/M8wdUhu1NF
— UnSeen India (@USIndia_) October 11, 2022