Diwali 2019 in Ayodhya: রাম জন্মভূমি অঞ্চলে দীপাবলিতে জ্বালাতে দেওয়া হোক প্রদীপ, আবেদন VHP-র

এবারের দিওয়ালিতে অযোধ্যায় রাম জন্মভূমি অঞ্চলে জ্বালাতে দেওয়া হোক প্রদীপ, করতে দেওয়া হোক প্রার্থনা। এই দাবি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর নেতারা প্রশাসনিক অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিলেন। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা ফাইজবাদ ডিভিশনের কমিশনার মনোজ মিশ্রের কাছে গিয়ে রাম জন্মভূমি অঞ্চলে দিওয়ালিতে প্রদীপ জ্বালাতে দেওয়ার আবেদন জমা করেন মহন্ত কমল নয়ন দাস, নৃত্য গোপাল দাসের মত শীর্ষ ভিএইচপি নেতারা।

VHP নেতারা। (Photo Credits: ANI)

 VHP Leaders Seek Permission to Light Diyas aat Ram Janmabhoomi Site-এবারের দিওয়ালি বা দীপাবলিতে অযোধ্যায় রাম জন্মভূমি অঞ্চলে জ্বালাতে দেওয়া হোক প্রদীপ, করতে দেওয়া হোক প্রার্থনা। এই দাবি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর নেতারা প্রশাসনিক কর্তাদের কাছে গিয়ে আবেদনপত্র জমা দিলেন। যবিশ্ব হিন্দু পরিষদের নেতারা ফাইজবাদ ডিভিশনের কমিশনার মনোজ মিশ্রের কাছে গিয়ে রাম জন্মভূমি অঞ্চলে দিওয়ালিতে প্রদীপ জ্বালাতে দেওয়ার আবেদন জমা করেন মহন্ত কমল নয়ন দাস, নৃত্য গোপাল দাসের মত শীর্ষ ভিএইচপি নেতারা।

প্রশাসনের কাছে অনুমতি চাওয়ার পর ভিএইচপি নেতা নয়ন দাস বলেন, "অযোধ্যায় তো দিওয়ালির আলো জ্বলবে। তাহলে কেন অযোধ্যায় রাম জন্মভূমি কেন অন্ধকারে থাকবে? প্রদীপের আলোয় আলোয় ভরে উঠবে রাম জন্মভূমি। এমনটাই সবাই দেখতে চায়।"রাম মন্দিরের ভিতরে ঢুকে প্রদীপ জ্বালানোর আবেদনও করা হয়েছে।  আরও পড়ুন-গরবার মঞ্চে সাপ নিয়ে খেলা, ভয়ঙ্কর এই নাচে গ্রেফতার ৫

১৯৯৩ সালে, ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অযোধ্যায় জমি বিবাদ থাকা অঞ্চলে কোনওরকম ধর্মীয় উপাচার করা যায় না। তবে প্রধান পুরোহিতরা দেবতার রুটিনামাফিক প্রার্থনা ও পুজো করতে পারেন। অযোধ্যা মামলা এখনও সুপ্রিম কোর্টের একেবারে শেষধাপে দাঁড়িয়ে আছে। বিশ্ব হিন্দু পরিষদের আশা দেশের শীর্ষ আদালত অযোধ্য়ায় রামমন্দির গঠনের অনুমতি দেবে। যদিও খবর VHP-কে অনুমতি দেওয়া হয়নি।