দিল্লি, ১১ ডিসেম্বর: টানা ২৪ ঘণ্টা বসে পুজো করেন। তারপরও 'মা কালীর (Maa Kali) দর্শন পাননি'। 'মা দর্শন দাও' বলে এরপর মন্ত্রপাঠের পর নিজের গলা চিরে ফেলেন এক পুরোহিত। মহাকালীর দর্শন না পেয়েই ওই পুরোহিত নিজের গলা চিরে ফেলেন বলে জানা যায়। ফলে রক্তাক্ত অবস্থায় ওই পুরোহিতকে উদ্ধার করা হলেও, প্রাণে বাঁচানো যায়নি বলে খবর।
রিপোর্টে প্রকাশ, বারাণসীর (Varanasi) গায় ঘাট এলাকার বাসিন্দা অমিত শর্মা। ছুরি নিয়ে মহাকালীর পুজোয় বসেন অমিত। টানা ২৪ ঘণ্টা ধরে অমিত শর্মা মহাকালীর পুজো করেন। অমিত যখন পুজোয় বসেন, সেই সময় তাঁর স্ত্রী রান্নাঘরে ছিলেন। ২৪ ঘণ্টা ধরে পুজোর পর 'মা দর্শন দাও' বলে চিৎকার করেন অমিত শর্মা নামের ওই পুরোহিত। 'মা দর্শন দাও' বলে অমিত শর্মা জোরদার চিৎকার শুরু করলে, তাঁর স্ত্রী রান্নাঘর থেকে ছুটে যান। অমিতের স্ত্রী জুলি দেখেন, তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। জুলি এরপর চিৎকার করে আশাপাশের লোকজনকে ডাকেন। প্রতিবেশীরা হাজির হয়ে অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা অমিতকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং অমিত শর্মা নামে ওই পুরোহিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।