Rescue Operation In Uttarakhand.jpg (Twitter)

দিল্লি, ২ অগাস্ট: মেঘবাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পাশাপাশি উত্তরাখণ্ডেও (Uttarakhand) বিপর্যয় নেমে এসেছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের একাধিক জায়গা থেকে ১৪ জনের মৃত্যুর খবর আসে। ফলে ভারতীয় বায়ুসনার চিনুক, MI17 হেলিকপ্টার উদ্ধার কজা শুরু করেছে। মেঘভাঙা বৃষ্টিরে জের কেদারনাথে যে পূণ্যার্থীরা আটকে রয়েছেন,তাঁদের  উদ্ধার করতে MI17 হেলিকপ্টার  কাজ শুরু করেছে ইতিমধ্যেই। প্রসঙ্গত কেদারনাথে (Kedarnath) ৫০০ পূণ্যার্থী আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। তবে কেদারঘাঁটিতে এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: Cloudburst in Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে বিপর্যয়, নিখোঁজ ৪৯ জনের খোঁজে উদ্ধার কাজ জোর কদমে

দেখুন কীভাবে চলছে উদ্ধার কাজ...

 

বুধবার রাতে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। যার জেরে ১৪ জনের মৃৃত্যুর খবর মেলে। মৃতদের মধ্যে যাঁরা রয়েছেন,তাঁদের মধ্যে দেরাদুনের ৪ জন। ৬ জন হরিদ্বারের। তেহরির ৩ জন এবং ১ জন চামোলির বলে খবর। ঘটনার জেরে ১৪ জনের মৃ্ত্যুর পাশাপাশি ১০ জনের আহত হওয়ার খবর মেলে।

এদিকে বুধবার রাতের মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় নামার পরও যেন তা থামার নাম নিচ্ছে না। ২ এবং ৩ অগাস্ট উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে যে পূণ্য়ার্থীরা দুর্যোগের মাঝে আটকে রয়েছেন, তাঁদের যাতে অসুবিধা কমানো যায়, সে বিষয়ে পদক্ষেপ করে বিপর্যয় মোকাবিলাকারী দল। পূণ্যার্থীদের নিরাপদে রাখথে তাবুর ব্যবস্থা করা হয় বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে।