একটানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিভিন্ন জায়গায় বিপর্যয় শুরু হয়েছে। কোথাও বৃষ্টির জেরে হঠাৎ বন্যা আবার কোথাও নামতে শুরু করেছে ভূমিধস (Landslide) । সবকিছু মিলিয়ে এক নাগাড়ে বৃষ্টিতে ধস নামতে শুরু করায় বিপর্যয়ের মুখে পড়ছেন মানুষ। ভূমিধসের জেরে এবার রাস্তা বন্ধ হয়ে গেল যোশীমঠের ( Joshimath) কাছে। ফলে ভূমিধসের জেরে রাস্তা ভেঙে যাওয়ায় সেখানে আটকে বহু বহু তীর্থযাত্রী। যে খবর পেতেই পুলিশ এবং বিপর্য মোকাবিলাকারী দল একসঙ্গে হাজির হয়ে শুরু করে উদ্ধার কাজ।
দেখুন ভিডিয়ো...
Watch: Police, NDRF, and Uttarakhand SDRF evacuate stranded pilgrims near Joshimath, ensuring safe passage across blocked road pic.twitter.com/2NuUY5Hzle
— IANS (@ians_india) July 12, 2024