দেরাদুন, ১৩ জুলাই: প্রথমবারের ভুল থেকে শিক্ষা হয়নি। আরও একবার তাড়াহুড়ো করতে তৃতীয় ঢেউ ডেকে আনা হচ্ছে। দিল্লি সহ বেশ কিছু রাজ্যে লকডাউন উঠতেই পর্যটকরা এখন ভিড় জমাচ্ছেন উত্তরাখণ্ডের ( Uttarakhand)পাহাড়ে । উইকএন্ডটা মজায় কাটাতে সিমলা-কুলু-মানালিতে বাঁধভাঙা ভিড়। কুলু (Kulu)-র ট্যুরিস্ট স্পট, মানালি-র (Manalai) পাহাড়ের কোল, সিমলার (Shimla) ম্যালে উইকএন্ড ভিড় দেখে আঁতকে উঠতে হচ্ছে। গত দু সপ্তাহ ধরে তো সিমলা-কুলু-মানালিতে সব হোটেল একেবারে বুক হয়ে গিয়েছিল। সিমলায় তুষারপাতের পর ভিড় আরও বাড়ে।
#COVID19: “Manali can wait, but Virus won’t,” Indian Govt. sends out message after pictures and videos of tourists flouting covid norms in Shimla and Manali.#READ: https://t.co/HRLCQ7TpTu#Manali #Tourism #Tourist #COVID19 #COVID19India #COVIDIOTS @mygovindia pic.twitter.com/NRVJUBGHzK
— truth. (@thetruthin) July 6, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, দেশবাসীকে সাবধানে থাকতে বলেছেন। আর এবার পর্যটকদের ঢল আটকাতে বিশেষ ব্যবস্থা নিল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের সীমান্তে চেকপোস্টে পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করতে বিশেষ পুলিশ বাহিনিও গড়া হয়েছে।
The Centre Health Ministry had recently warned the Hill stations over tourist overcrowding and its consequences. But there is no stopping for tourists and resulting overcrowding in #Shimla. The video shows tourist rush on the Shimla Mall yesterday. #HimachalPradesh #HPGovt pic.twitter.com/Z3EcGof0zT
— Himachal Watcher (@HimachalW) July 11, 2021
মুসৌরি, নৈনিতালে ঢোকার মুখে প্রায় ৮ হাজার পর্যটককে ফিরিয়ে দেওয়া হল। তাদের অনুরোধ করা হয়, এখনও করোনার ভয় কমেনি। আপনার আবার পরে আসুন।
Himachal Police has deployed a dedicated force to enforce Covid appropriate behaviour at tourist destinations of Shimla, Manali, Dharamshala, Kasauli, Dalhousie and Atal Tunnel, where tourists are not adhering to Covid safety norms. pic.twitter.com/kDKVrhjhdW
— Himachal Khabar (@HimachalKhabar) July 11, 2021
দিল্লিতে করোনা দ্বিতীয় ঢেউ কমার পর গরম বাড়তেই উইকএন্ডে সিমলা, কুলু, মানিলি-তে যাওয়ার ঢল পড়ে যায়। আর এতেই উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশের বিভিন্ন পর্যনস্থানগুলিতে রীতিমত মানুষের ঢল নামে।