মেঘভাঙা বৃষ্টি, তারপরে হরপা বান। আর তাতেই বিপর্যস্ত উত্তরাখণ্ডের (Uttarakhand Disaster) উত্তরকাশী। কয়েক মিনিটের মধ্যে ভেসে গিয়েছে ধরালী গ্রামের একাংশ। হারশিলে ভেসে গিয়েছে সেনা ক্যাম্প। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। নিখোঁজ ১০০ জনেরও বেশি। এখনও পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। আটকে থাকা মানুষদের উদ্ধার করছেন ভারতীয় সেনা, আইটিবিপি সহ একাধিক উদ্ধারকারী দল। এই অবস্থায় ঘটনাস্থল পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী

জানা যাচ্ছে, গতকালই মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তারপরই ঘটনাস্থলে এনডিআরএফের ৪টি উদ্ধারকারী দল পাঠানো হয়। আজ সকাল থেকে ধরালী, হারশিলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সঙ্গে হতাহতদের পরিবারের সঙ্গেও তাঁর কথা হয়। অন্যদিকে, আর্মি ক্যাম্পে যাঁরা ভেসে গিয়েছিলেন, সেই সমস্ত সেনা জওয়ানদেরও উদ্ধার করা হচ্ছে। আহত জওয়ানদের সঙ্গে দেখা করে এসেছেন ধামি।

দেখুন ভিডিয়ো

ধরালীতে ধস

গতকাল দুপুর দেড়টা নাগাদ ধরালী গ্রামে ধস নামে। হরপা বানের স্ত্রোতে ভেসে যায় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, আর্মি ক্যাম্প। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হেলিকপ্টার ল্যান্ড করে উদ্ধারকাজ শুরু করতে পারছিলেন না উদ্ধারকারীরা। তারপরেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় বহু মানুষকে।