Uttar Pradesh Shocker: সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ায় এসে সাপের কামড়েই মৃত্যু হল আরেক ভাইয়ের
Photo Credit_Twitter

ভাইয়ের মৃত্যু হয়েছিল সাপের কামড়ে, মৃত ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে এসে আশ্চর্যজনক ভাবে সাপের কামড়ে মৃত্যু হল আরেক ভাইয়ের।  বুধবার উত্তরপ্রদেশের ভবানীপুর গ্রামে ভাই অরবিন্দ মিশ্রের(৩৮) শেষকৃত্যে অংশ নিয়েছিলেন গোবিন্দ মিশ্র(২২)। পুলিশ সূত্রে জানা গেছে ঘুমের মধ্যে সাপের কামড়ে মারা গেছেন গোবিন্দ মিশ্র নামক ওই ব্যক্তি। তবে তিনি একা নন, তাদের আরেক আত্মীয় চন্দ্রশেখর পান্ডে ( ২২) তাকেও সাপে কামড়েছে বলে জানিয়েছেন সার্কেল অফিসার রাধা রমন সিং। আশংকাজনক অবস্থায় তাঁকে এই মুহুর্তে হাসপাতালে রাখা হয়েছে।

অরবিন্দ্রের শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানার এক গ্রাম থেকে এসেছিলেন গোবিন্দ ও চন্দ্রশেখর। দুজনের এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।  স্থানীয় বিধায়ক কৈলাস নাথ শুক্লা পরিবারকে সমবেদনা জানান এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার দিকেও তিনি নজর দেবেন বলে জানান।