লখনউ, ১২ মার্চ: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রাজ। বিরোধীদের উড়িয়ে দিয়ে রেকর্ড গড়ে ক্ষমতায় ফিরেছেন যোগী। ইউপি-তে দুরন্ত জয়ের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার কাল, রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে দেখা করতে যাচ্ছেন। উত্তরপ্রদেশে বিজেপি-র জয়ের পিছনে যোগীকেই ম্যান অফ দি ম্যাচ ঘোষণা করছে দল। তবে সংবাদমাধ্যমে যাই জল্পনা চলুক মোদীর উত্তরসূরি এখনই যোগীকে না ভেবে, তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। ২০২৪ লোকসভা নির্বাচনে যোগীকে দেশজুড়ে প্রচারের কাজে আরও লাগানো হতে পারে বলে খবর।
পাশাপাশি আগামী দিনে যোগীর ইউপি মডেলকে সামনে রেখেই লড়বে বিজেপি, এমনটাও খবর। করোনা মৃত্য়ু-স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়া থেকে রাজ্যে একের পর এক ধর্ষণ, কৃষক আন্দোলনের মত বড় ইস্য়ুকে সামলে যোগী যেভাবে জিতে এলেন তাতে দলের শীর্ষ নেতৃত্বে তাঁকে ফুল মার্কস দিচ্ছেন। আরও পড়ুন: 'কংগ্রেস চাইলে ২০২৪-এ আমরা একসঙ্গে লড়তে পারি', বিজেপিকে গদিচ্যুত করার ডাক মমতার
দেখুন টুইট
Uttar Pradesh's Acting CM Yogi Adityanath to visit Delhi tomorrow. He will call on PM Narendra Modi and BJP president JP Nadda. Swearing-in ceremony of the new government is likely to take place after Holi: Sources
(File photo) pic.twitter.com/fKKqBCrwpp
— ANI (@ANI) March 12, 2022
সংবাদসংস্থা এএনআইয়ের খবর, দ্বিতীয়বার যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার শপথগ্রহণ হোলির পর হতে চলেছে। এবার মন্ত্রিসভা গঠনে যোগীকে আরও স্বাধীনতা দেওয়া হবে বলে বিজেপি-র অন্দরের খবর।