Sex/Representational Image (Photo Credit: Pexels)

দিল্লি, ৩ ফেব্রুয়ারি: যৌনতার সময় সঙ্গীকে খুন করল মহিলা। মৃতের নাম ইকবাল। উদ্দাম যৌনতার মাঝে হঠাৎ করেই সঙ্গীকে শ্বাসরোধ করে খুন করে ওই মহিলা। সঙ্গীকে খুনের পর ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করে। তবে তাতে তার কোনও আফশোস নেই। পুলিশি জেরায় ধৃতের তরফে জানানো হয়, ব্ল্যাকমেইলের জেরে ক্লান্ত। ব্ল্যাকমেইল সহ্য করতে না পেরে সে ইকবালকে খুন করে শ্বাসরোধ করে। খুনের ২ দিন পর বেরিলির ওই মহিলার বাড়ির কাছের একটি জায়গা থেকে ইকবালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপরই তাকে গ্রেফতার করা হয়।

রিপোর্টে প্রকাশ, বিয়ের পর বাড়িতে গেলে ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব গড়ে উঠলে, ইকবাল তার সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করে। মহিলাও কথা বলতে শুরু করে। এরপর ইকবালের বাড়িতে তাকে ডাকলে, সেখানেই সর্বনাশ হয়। ইকবাল জোর করে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যার জেরে মানসিকভাবে বিধ্বস্ত মহিলা স্বামীকে সব জানিয়ে দেবে বলে জানায়। স্বামীকে জানানোর কথা বললে, ইকবাল যৌনতার প্রতি মুহূর্ত ফোনে রেকর্ড করে রেখেছে বলে জানায়। ওই মহিলা স্বামীকে কিছু জানালে, ইকবাল ক্লিপিংস ছড়িয়ে দিয়ে তার সংসার তছনছ করে দেবে বলে হুমকি দেয়।

ধৃতের কথায়, তার ছোট বাচ্চা রয়েছে। তাই সংসার কোনওভাবে নষ্ট করতে চায়নি। গত বুধবার ইকবালকে ওই মহিলা নিজের বাড়িতে ডেকে নেয়। স্বামী চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে ইকবালের সঙ্গে নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখে মহিলা। ইকবাল তার সঙ্গে যৌনতায় লিপ্ত হলে, সে তার বুকের উপর বসে, একহাত দিয়ে মুখ চোপে ধরে। প্রচণ্ড আক্রোশে ইকবালের নাক, মুখ চেপে ধরে ওই মহিলা তাকে খুন করে। দীর্ঘদিন ধরে ইকবালের ব্ল্যাকমেইলে অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত সে এই চরম পদক্ষেপ করেছে বলে পুলিশি জেরায় স্বীকার করে ওই মহিলা।

পরিবারকে রক্ষা করতে, সংসার করতে সে ইকবালকে খুন করেছে বলে পুলিশ জানায় বেরিলির বাসিন্দা ওই মহিলা।