
বান্ধবীর সম্পর্ক রয়েছে অন্য কারও সঙ্গে। এই সন্দেহ থেকেই গেস্ট হাউসের মালিক গুলি চালালেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহায় (Amroha) রয়েছে অঙ্কুশ চৌধুরী নামে এক ব্যক্তির অতিথি নিবাস। অঙ্কুশ চৌধুরীর বান্ধবী হরিদ্বারের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই বান্ধবীর সঙ্গে অঙ্কুশের মনোমালিন্য শুরু হয়। অঙ্কুশ সন্দেহ করেন, তাঁর বান্ধবী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যে সন্দেহ থেকেই বান্ধবীর দিকে গুলি চালান অঙকুশ। বান্ধবীকে (Girlfriend) খুন করে অঙ্কুশ সোজা থানায় যান। পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে অঙ্কুশ আত্মসমর্পণ করেন। যা দেখে কার্যত অবাক হয়ে যায় পুলিশ। অঙ্কুশ আত্মসমর্পণ করলে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জানা যায়, সম্পর্কে টানাপোড়েনের জেরেই অঙ্কুশ গুলি চালান এবং প্রকাশ্যে হত্যা করেন বান্ধবীকে।