Draupadi Murmu: 'দ্রৌপদীকে' নিয়ে বিতর্কিত মন্তব্য? পরিচালক রাম গোপাল ভর্মার বিরুদ্ধে এফআইআর
Draupadi Murmu, RGV (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ জুন:  এফআইআর দায়ের করা হল চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক রাম গোপাল ভর্মার (Ram Gopal Varma) বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হজরতগঞ্জ কোঠওয়ালি থানায় রাম গোপাল ভর্মার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। সম্প্রতি দ্রৌপদী, পাণ্ডব এবং কৌরবদের নিয়ে বিতর্কিত ট্যুইট করার অভিযোগেই রাম গোপাল ভর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করার পর ট্যুইট করেন বলিউডের এই পরিচালক। তিনি বলেন, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে, পাণ্ডব এবং কৌরবরা যুদ্ধ ভুলে যাবেন। পাণ্ডব এবং কৌরবরা এসঙ্গে দ্রৌপদীর পুজো করবেন।  ফলে নতুন ভারতে মহাভারত আবার লেখা হবে। শুধু তাই নয়, দ্রৌপদী মুর্মু পাণ্ডব এবং কৌরবদের নিয়ে একসঙ্গে কাজ করলে যে নতুন ভারতের উদয় হবে, তাতে গোটা বিশ্ব গর্ব অনুভব করবে বলেও নিজের ট্যুইটে মন্তব্য করেন রাম গোপাল ভর্মা।

আরও পড়ুন:   Shahid Kapoor: প্রকাশ্যে শাহিদকে টেনে নিয়ে ঠোঁটে চুম্বন মীরার, ভাইরাল ভিডিয়ো

বলিউডের জনপ্রিয় পরিচালকের ওই ট্যুইটের পরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় উত্তরপ্রদেশে।