Varanasi Serial Blasts: বারাণসী বিস্ফোরণে দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহকে ফাঁসির সাজা
Jail. (File Photo)

গাজিয়াবাদ, ৬ জুন: ২০০৬ সালে উত্তরপ্রদেশে বারাণসীতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত জঙ্গি ওয়ালিউল্লাহকে ফাঁসির সাজা দিল গাজিয়াবাদ জেলা আদালত। এই কাণ্ডে অন্য একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিও দেওয়া হয়েছে। ২০০৬ সালের ৭ মার্চ বারামসীর সঙ্কটমোচন মন্দির ও ক্যান্টনমেন্ট স্টেশনে বিস্ফোরণে প্রধান অভিযুক্ত ওয়ালিউল্লাহকে গত শনিবার দোষী সাব্যস্ত করেছিল গাজিয়াবাদের জেলা আদালত।

প্রায় ১৬ বছরের দীর্ঘ শুনানি-পর্বের পরে গত শনিবার বারাণসী বিস্ফোরণ মামলায় ধৃত ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করে আদালত। সেই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক মানুষ। আরও পড়ুন: রেললাইনে খেলে বেড়াচ্ছে ২ নাবালক, পিছনে দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন (ভাইরাল ভিডিও)

দেখুন টুইট

এই কাণ্ডে পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। পরে ইলাহাবাদ হাই কোর্টের নির্দেশে ওই মামলা গাজিয়াবাদ জেলা আদালতে স্থানান্তরিত করা হয়। বিস্ফোরণের ১৬ বছর পর এই কাণ্ডে দীর্ঘ শুনানির পর দোষী সাব্যস্ত করা হয়েছিল ওয়ালিউল্লাহকে।