UP MLC Election Results: মোদীর বারাণসীতে হেরে তৃতীয় বিজেপি! তবে ইউপিতে যোগী ঝড় চলছেই
varanasi ghat (Photo Credit: Facebook)

লখনৌ, ১২ এপ্রিল: উত্তরপ্রদেশে এমএলসি (Uttar Pradesh MLC) নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রে বড় ধাক্কা খেলে বিজেপি (BJP)। মোদীর কেন্দ্রে তৃতীয় হলেন বিজেপি প্রার্থী। উত্তরপ্রদেশে উচ্চকক্ষের নির্বাচনে ৩৬টি-র মধ্যে ৩৩টি-তে জিতে বিজেপি নিরঙ্কুশ প্রাধান্য দেখালেও, খোদ মোদীর কেন্দ্রে দলের প্রার্থীর হেরে তিনে নেমে যাওয়াটা অস্বস্তিতে রেখেছে যোগী আদিত্যনাথকে। মোদীর কেন্দ্র বারণসী এমএলসি-তে জিতলেন মাফিয়া ডন ব্রিজেশ সিংয়ের স্ত্রী অনুপমা সিং। ব্রিজেশ এখন জেল বন্দি।

জেলবন্দি ব্রিজেশের স্ত্রী অনুপমা  নির্দল প্রার্থী  হয়ে লড়ে ৪২৩৪টি ভোট পেয়ে ৩৪৫ ভোটের ব্যবধানে হারালেন সমাজবাদী পার্টির উমেশ যাদবকে। সেখানে বারণসীতে বিজেপি প্রার্থী সুদামা পটেল পেলেন মাত্র ১৭০টি ভোট।এই আসনে ১৯৯৮ সাল থেকে ব্রিজেশের দখলে আছে। আরও পড়ুন: তিরুপতি মন্দিরে মারাত্মক ভিড়ে বিশৃঙ্খলা-ঠেলাঠালি, পদপিষ্ট হয়ে আহত তিন

দেখুন ফল

ক মাস আগে বিধানসভা ভোটে জয়ের পর মোদী গড়ে এই আসনটা জিততে মরিয়া হয়ে নেমেছিল। কিন্তু এবারও ব্রিজেশ দেখালেন বারণসী লোকসভা যেমন মোদীর, তেমন সেখানকার এমএলসি-টা তাঁর। এদিকে, বিজেপি যেখানে এমএলসি-তে ৩৬টার মধ্যে ৩৩টি-তে জিতল, সেখানে রাজ্যের বাকি তিন বিরোধী দল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস-কেউ কোনও আসনে জেতেনি। বাকি ৩টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা।