সোশ্যাল মিডিয়া বন্ধ করার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। বিক্ষোভের আগুনে পুড়েছে পার্লামেন্ট, আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীরা। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরকম অবস্থায় প্রতিবেশী দেশে অস্থির পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রাখছে ভারত সরকার। আজ সকালেই দেখা যায় নেপাল থেকে দেশে ফিরে আসছেন ভারতীয়রা। নেপালের দিক থেকে ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে আসছেন।
as tensions escalate in Nepal
Read story @ANI: https://t.co/FdmHTuzbN1#India #Panitanlo #Nepal pic.twitter.com/0PFAEHQ8cl
— ANI Digital (@ani_digital) September 10, 2025
প্রতিবেশী দেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে বহু ভারতীয় নাগরিক নেপাল থেকে মাতৃভূমিতে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর কোহিলা নামে একজন বলেছেন, "নেপালের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। আমরা অসমের বাসিন্দা এবং নেপাল থেকে ফিরে এসেছি। এখন ভালো লাগছে, প্রাণ বাঁচিয়ে ফিরে এলাম।"
#WATCH | Pramila Saxena says, "We were going to Pashupatinath Temple in Nepal, from Bhopal (MP). We had boarded the flight but it was cancelled. So, we deboarded. The situation is tense there. We are not being allowed to cross. The airport is closed. So, we have come back...We… https://t.co/9joqykqcBZ pic.twitter.com/qhJtSYGL23
— ANI (@ANI) September 10, 2025
উত্তর প্রদেশের মহারাজগঞ্জের সোনাউলিতে ভারত-নেপাল সীমান্তে দেখা যায় নেপাল ভ্রমণকারী ভারতীয় নাগরিকরা তাদের পরিকল্পনা বাতিল করে তাদের নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন। দেশে ফিরে আসা মহিলা প্রবীণ নাগরিক প্রমিলা সাক্সেনা বলেন, "আমরা ভোপাল থেকে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাচ্ছিলাম। আমরা ফ্লাইটে উঠেছিলাম কিন্তু এটি বাতিল হয়ে যায়। তাই, আমরা নেমে পড়ি। সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। আমাদের পার হতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দর বন্ধ। তাই, আমরা ফিরে এসেছি... আমরা ৬০ জনের একটি দল ছিলাম - সকলেই প্রবীণ নাগরিক... আমরা বিমানবন্দর থেকে ফিরে আসছি..."