কোচবিহার, ১১ ফেব্রুয়ারি: তারিখ পে তারিখে আর ভরসা রাখতে পারছে না রাজ্যের রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের মানুষ কবে থেকে শুনে আসছেন এবার তাঁরা ভারতের নিঃশর্ত নাগরিকত্ব পাবেন। কিন্তু সিএএ নিয়ে স্পষ্ট করে কিছুই বলছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ১০ দিন আগে দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় শেষমুহূর্তে বাংলা সফর বাতিল করেছিলেন অমিত শাহ। তবে মতুয়াদের মন এবারের মতো রাখতে তিনি বদ্ধপরিকর, তাই ঠাকুরনগরে যে মঞ্চে তাঁর সভা করার কথা ছিল, সেই মঞ্চ খোলা হয়নি। ঠিক দশদিন পর আজ বৃহস্পতিবার সেই মঞ্চ থেকেই রাজ্যের মতুয়াদের উদ্দেশ্যে আশার বার্তা দেবেন এই বিজেপি নেতা। আরও পড়ুন-
তবে শুধু মতুয়ারাই নয় ভোট বৈতরণী পার করতে বিজেপির জরুরী রাজবংশীদের সমর্থন। সেকারণে শাহর আজকের সফরসূচির শুরুতে রয়েছে কোচবিহার। বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ। রাজ্যে আসন্ন বিধানসভা উফলক্ষে পদ্মশিবির যে রথযাত্রার সূচনা করেছে তার চতুর্থপর্বের উদ্বোধনও হবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে। এখানেও তিনি সিএএ নিয়ে রাজবংশীদের আশ্বাসবাণী শোনাতে আসছেন। এমনিতেই মমতা বন্দ্যেপাধ্যায় ভোটবাক্স সুরক্ষিত করতে রাজবংশীদের নিয়ে ভইন্নপর্যদ গঠনে তৎপর। ইতিমধ্যেই রাজ্যপুলিশে নারয়ণী রেজিমেন্ট তৈরি করিয়েছেন। কোচবিহারের বিজেপি নেতারা এই সংক্রান্ত তদ্বির কেন্দ্রের কাছে করেই রেখেছে। যাতে নারয়ণী রেজিমেন্ট তৈরি করা যায়। কারণলোকসভা নির্বাচনে মতুয়া দেরে পাশাপাশি বাংলায় বিজেপির ১৮টি আসন দখলে রাজবংশী ভোট বড় ভূমিকা নিয়েছিল। বিধানসভা ভোটের আগে তাই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস তো দিতেই হচ্ছে। আরও পড়ুন-Sonu Sood: উদারতার থেকে আকর্ষণীয় কিছুই নেই, এই প্রেমদিবসে প্রত্যেককে নিরামিষাশী হওয়ার আবেদন করলেন সোনু সুদ
এখানকার কাজ সেরেই বনগাঁর উদ্দেশে উড়ে যাবেন অমিত শাহ। ঠাকুরনগরের মঞ্চ থেকে মতুয়াদের উদ্দেশ্যে সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজ কী বলেন সেদিকেই তাকিয়ে রাজ্যরাজনীতি। গত সপ্তাহে অমিত শাহর সফর বাতিল হতেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ক্ষোভ উপচে পড়েছিল। শান্তনু ঠাকুরকে ঘেরাও করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতুয়া সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখায়। পরে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় আলোচনার মাধ্য়মে তা প্রশমিত করেন। তখনই ঠিক হয় অমিত শাহ ওই মঞ্চেই বক্তব্য রাখবেন। গতকাল থেকে ঠাকুরনগরে আসছে মতুয়ারা। নিঃশর্ত নাগরিকত্বের কথা তারা সোজাসুজি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনতে চায়।