ইম্ফল: মণিপুরে (Manipur) জ্বলে ওঠা হিংসার আগুন নেভাতে এবার তৎপর হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বৃহস্পতিবার রাতে তিনি দুটি ভিডিয়ো কনফারেন্সের (video-conference) মাধ্যমে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Manipur CM N Biren Singh), কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব (Union Home Secretary), ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর (Director IB) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও মণিপুরের স্বরাষ্ট্র দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করার জন্য মণিপুরের প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেন।
Manipur tensions | Union Home Minister Amit Shah today held two video-conference meetings with Manipur CM N Biren Singh, Union Home Secretary, Director IB and concerned officials in the state as well as the Centre. He also spoke with CMs of neighbouring states of Manipur. https://t.co/1xnVU6sX38
— ANI (@ANI) May 4, 2023
বিগত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার সকালে উত্তেজনার পরিমাণ বেশি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি চরম আকার ধারণ করে। বিভিন্ন জায়গায় বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি তাণ্ডবকারীরা রাস্তার উপরে অনেক গাড়িতেও আগুন লাগিয়ে দেয়। চারিদিকে শুধু গণ্ডগোল ও বাডি-গাড়ি পোড়ানোর ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। পরিস্থিতি শান্ত রাখতে রাজ্যে ৫ দিন ইন্টারনেট (Internet) ও ব্রডব্যান্ড পরিষেবা (broadband services) বন্ধ রেখেছে (suspended) মণিপুর প্রশাসন। ইতিমধ্যেই রাজধানী ইম্ফলে পৌঁছে গেছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা (Central forces)।
#WATCH | Vandalism, arson in several districts of #Manipur as tensions grip the northeastern state amid widespread protests against the demand for the inclusion of Meitei/Meetei in the ST category.
Internet and broadband services have been suspended in the state for 5 days… pic.twitter.com/0ipxrGalvC
— ANI (@ANI) May 4, 2023