IPL Auction 2025 Live

Anti-Terror Conference: সন্ত্রাসবাদ রুখতে NIA-সহ সমস্ত সংস্থাগুলিকে নির্দয় হওয়ার শাহী নির্দেশ

দিল্লিতে তৃতীয় সন্ত্রাস-বিরোধী সম্মেলনের আয়োজন করেছে এনআইএ। বৃহস্পতিবার বিকেলে তার সূচনা করে সমস্ত সন্ত্রাসবাদ বিরোধী সংস্থাগুলিকে নির্দয় হওয়ার হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ (Photo Credit: IANS)

নয়াদিল্লি: দিল্লিতে তৃতীয় সন্ত্রাস-বিরোধী সম্মেলনের (3rd Anti-Terror Conference) আয়োজন করেছে এনআইএ (NIA)। বৃহস্পতিবার বিকেলে তার সূচনা করে সমস্ত সন্ত্রাসবাদ বিরোধী সংস্থাগুলিকে (anti-terror agencies) নির্দয় হওয়ার হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Union Home and Cooperation Minister Amit Shah)। আরও পড়ুন: AAP MP Sanjay Singh: ১০ অক্টোবর পর্যন্ত সঞ্জয় সিং-কে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ, ভিডিয়োতে শুনুন আপ সাংসদের বক্তব্য

পরিষ্কার জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের প্রতি এতটাই নির্দয় মনোভাব (ruthless approach) নিতে হবে যাতে দেশে আর নতুন কোনও জঙ্গি সংগঠন (new terrorist organisation) তৈরি না হতে পারে। আরও পড়ুন: Chandrababu Naidu: বাড়ল দুর্নীতির দায়ে ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হেফাজতের মেয়াদ