Unidentified Man Cuts College Girl's Hair At Dadar Station (Photo Credits: X)

উদ্বেগজনক এক ঘটনা ঘটে গেল মুম্বইয়ের (Mumbai) দাদার স্টেশনে। প্রকাশ্য দিবালোকে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের মধ্যে এক তরুণীর আস্ত বিনুনি কেটে নেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে।

প্রতিদিনের মত সোমবারও কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই তরুণী পড়ুয়া। সকাল সাড়ে ৯টা নাগাদ দাদার স্টেশনে পৌঁছন তিনি। ট্রেন ধরার জন্যে রেলওয়ে ব্রিজ ধরে হাঁটছিলেন। এমন সময়ে ওই তরুণী কিছু একটা কাটার আওয়াজ পান। পিছন ঘুরে দেখেন এক অপরিচিত ব্যক্তি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে চলে যাচ্ছেন। মাটিতে তিনি লক্ষ্য করেন কিছু কাঁটা চুল পড়ে রয়েছে। এরপর নিজের চুলে হাত দিতেই চমকে উঠলেন। তাঁর বিনুনির শেষের অনেকটা অংশ নেই। কী করবেন বুঝে উঠতে না পেরে তরুণী দাদার স্টেশনের রেল পুলিশের দারস্ত হন।

অবাক করা কাণ্ড দাদার স্টেশনে... 

রেলপুলিশ তাঁকে থানায় এফআইআর দায়ের করার পরামর্শ দেন। দাদার স্টেশনের এই ঘটনা ২০১৭ সালের 'চোটি কাটোয়া'র (Choti Katwa) স্মৃতি উসকে দিচ্ছে। সেই সময়ে ঠিক এমন ভাবেই রাস্তাঘাটে মহিলাদের চুল কেটে নেওয়ার ত্রাস তৈরি হয়েছিল। উত্তর ভারতের বিভিন অংশে মূলত দিল্লি (Delhi), হরিয়ানা (Haryana), রাজস্থানে (Rajasthan) ছড়িয়েছিল এই আতঙ্ক। মহিলারা চুল খুলে রাস্তায় বের হতে ভয় পেতেন। চুল সব সময় কাপড়ে ঢেকে তবেই বাড়ির বাইরে বের হতেন তাঁরা। সেই আতঙ্কই কি আবার ফিরে আসছে নতুন করে!