Uma Bharti Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত বিজেপি নেত্রী উমা ভারতী
বিজেপি নেত্রী উমা ভারতী (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর: করোনা (C oronavirus) আক্রান্ত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী উমা ভারতী (Uma Bharti)। টুইটারে গভীর রাতে পোস্টে উমা ভারতী জানিয়েছেন যে তিনি কোভিড পজিটিভ পরীক্ষা করেছেন এবং যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের পরীক্ষা করানোর জন্য তিনি আবেদন করেছেন। উমা ভারতী জানিয়েছেন যে তিনি গত তিন দিন ধরে হালকা জ্বরে আক্রান্ত ছিলেন এবং সমস্ত সুরক্ষা নিয়ম মেনে চলার পরেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি জানান আপাতত তিনি বন্দে মাতরম কুঞ্জে রয়েছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে তিনি কোয়ারেন্টাইনে আছেন। হরিদ্বার ও ঋষিকেশের কাছে এই এলাকায় আপাতত রয়েছেন বিজেপি নেত্রী। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: দেশবাসীকে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ৮০,০০০ কোটি টাকা রয়েছে? কেন্দ্র সরকারকে প্রশ্ন সিরাম ইনস্টিটিউটের কর্ণধারের

টুইটে ভারতী লিখেছেন, "হরিদ্বার ও ঋষিকেশের মধ্যে অবস্থিত বন্দে মাতরম কুঞ্জে আমি বর্তমানে আইসোলেশনে রয়েছি। আমি চারদিন পর আরেকটি কোভিড -১৯ পরীক্ষা করব এবং পরিস্থিতি যদি একই রকম থাকে তবে চিকিৎসকদের পরামর্শ নেব।”