দিন পাঁচেক আগে একটি ব্রিটশ ফাইটার জেট জরুরি অবতরণ করে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে। আচমকা জরুরি অবতরণ করায় বন্দর কর্তৃপক্ষ সন্দেহ করে সম্ভবত তেল শেষ হয়ে গিয়েছে, তাই তেল ভরানোর জন্য রানওয়েতে নেমেছে। সেই কারণে সবরকম সহায়তা করা হয়। কিন্তু তাতে মেটেনি সমস্যা। জানা যাচ্ছে, যান্ত্রিক গোলোযোগের কারণে যুদ্ধ বিমানটি উড়তে পারছে না। এফ-৩৫ যুদ্ধ বিমানে (F-35 Fighter Jet) কাজ করা হয়েছে, তারপরেও চালু হচ্ছে না বিমানের ইঞ্জিন। সেই কারণে ব্রিটিশ নৌ বাহিনীর আধিকারিকরা আসছে, বিমাটি নিয়ে যেতে।

নৌ বাহিনী নিয়ে যেতে পারে যুদ্ধ বিমানটিকে

ইতিমধ্যেই ফাইটার জেটটি মেরামতি করার জন্য ব্রিটিশ এয়ারফোর্সের বেশ কয়েকজন আধিকারিক এসেছিলেন। তাঁরা পরীক্ষা করে দেখে যে হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। ফলে সেটি মেরামতির চেষ্টা করে। কিন্তু তাতে সফল না হওয়ায় নৌ বাহিনীর একটি টিম আগামী কয়েকদিনের মধ্যে মধ্যে কেরল বিমানবন্দরে পৌঁছাচ্ছে। কিন্তু তাঁরাও যদি ঠিক করতে না পারে, তাহলে বিমানটি নৌ বাহিনী জলপথে নিয়ে যাবে।

প্রসঙ্গত, গত ১৫ জুন এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছিল তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারত মহাসাগরে এক সামরিক অভিযানে যাওয়ার পথেই এই যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে যুদ্ধূবিমানে। যদিও পাইলট সুরক্ষিত রয়েছেন। এবং তাঁকে প্রয়োজনীয় সকল সহায়তা করা হয়েছে।