সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর তার আগে শাসক বিরোধীর বাকযুদ্ধে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। হরিয়ানা, ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীরের পাশাপাশি এই রাজ্য নিয়ে বারতি নজর রয়েছে বিজেপি শিবিরের। কারণ এমনিতেই উদ্ধব ঠাকরেদের (Uddhav Thackeray) সরকার ভেঙে মসনদে বসেছে শিন্ডে-ফড়নবীশ জুটি। ফলে বিগত কয়েক বছরে জনতার রায় কোনদিকে রয়েছে সেটা মাপতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ও উদ্ধব ঠাকরে শিবিরের কাছে। যার ফলে দুই পক্ষই মাঝেমধ্যে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে। বিজেপি তো যে কোনও প্রচারে গিয়েই উদ্ধব ঠাকরেকে ঔরঙ্গজেবের ফ্যান ক্লাবের সদস্য বলে কটাক্ষ করছে। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পুনেতে এসে দলীয় প্রচারে এই একইভাবে উদ্ধবকে উদ্দেশ্য করে মন্তব্য করেছে।
এবার পাল্টা আক্রমণ করতে ছাড়লেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শনিবার পুনেতে একটি জনসভা গিয়েছে শিবসেনা প্রধান বলেন, "যুদ্ধ এবার মাঠে। আমি মুম্বইতে বলেছি যে এবার হয় আমি নাহলে ওঁরা। ওই তরমুজের (দেবেন্দ্র ফড়নবীশ) পোস্টার আমার পায়ের নীচে রয়েছে। আপনি ওই মূর্খদের চ্যালেঞ্জ করতে পারবেন না। ওঁদের আঙুলের তলায় পিশে দিতে পারবেন। আপনারা অত বড় হয়ে যাননি যে আমায় চ্যালেঞ্জ করতে পারবেন। তবে আমি আপনাদের চ্যালেঞ্জ করতে চাই না। জনতার বোঝা উচিত আমি কোথা এবং ওঁরা কোথায় রয়েছে। আমি একজন সভ্য মহারাষ্ট্রবাসী এবং ওঁরা হল ডাকাতদের দল"।
#WATCH | Maharashtra Deputy CM Devendra Fadnavis says, "Uddhav Thackeray is a frustrated person and this frustration has affected his mind badly. After today's speech, he has shown that he is indeed a member of the Aurangzeb fan club." https://t.co/h5UjazR9wx pic.twitter.com/sXbFIuk1Oz
— ANI (@ANI) August 3, 2024
উদ্ধবের এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই পাল্টা দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। শনিবার তিনি বলেন, "আসলে ক্ষমতার লোভে ওঁনার মাথা খারাপ হয়ে গিয়েছে। উদ্ধব ঠাকরে একজন হতাশ ব্যক্তি। আর হতাশার প্রভাব ওঁর মনকে খারাপভাবে প্রভাবিত করছে। আজকের বক্তব্যের মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি ঔরঙ্গজেবের ফ্যান ক্লাবের একজন সদস্য"।