Representational Image (Photo Credit: X)

একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপন শুটের জন্য রাজস্থানে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক ফরাসী তরুণী। গত ২২-২৩ জুন রাতের দিকে ঘটনাটি ঘটে উদয়পুরে (Udaipur) বাধাগাঁও থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে বুধবার সকালে চিত্তোরগড় হাইওয়ে থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত সিদ্ধার্থ ওরফে পুষ্পরাজ চিত্তোরগড় এলাকারই বাসিন্দা এবং গ্রেফতারির সময় সে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিল, তখনই পুলিশের জালে ধরা পড়ে সে। অভিযুক্ত একটি কাস্টিং সংস্থার মালিক এবং বিজ্ঞাপন শুটের জন্য সেই মডেলদের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁর মধ্যেই ওই ফরাসী নাগরিককে ধর্ষণ করে সিদ্ধার্থ।

২২ জুন উদয়পুরে এসেছিলেন তরুণী

পুলিশসূত্রে খবর, বলিউডে কাজের জন্য পরিবার নিয়ে কয়েকবছর আগেই ভারতে এসেছিলেন ওই তরুণী। দিল্লিতে একটি বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত সে। আর এখানে আসার পর বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করছিলেন। সেই সূত্রে উদয়পুরে একটি কাস্টিং সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এবং সেই কারণে আগে রাজস্থানে গিয়ে শুট করে এসেছেন। গত সপ্তাহেই সেই সংস্থার মালিক সিদ্ধার্থ তাঁকে উদয়পুরে শুটের জন্য ডাকেন। সেই কারণে গত ২২ জুন সেখানে যান। দিনভর শুট করে রাতে ডিনার করতে স্থানীয় এক রেস্তোরাঁয় সমস্ত সহকর্মীদের সঙ্গে যান ওই মহিলা।

অভিযোগ, ডিনার সেরে ধূমপানের জন্য সিদ্ধার্থ তাঁকে রেস্তারাঁর বাইরে ডাকেন। তখন দুজনে গাড়িতে ওঠেন। সেই সময়ই সিদ্ধার্থ তাঁকে অপ্রীতিকরভাবে ধরেন। এবং তাঁকে সেখান থেকে একটি হোটেলে নিয়ে যায়। সেই হোটেলের রুমে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে সিদ্ধার্থ। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে ২৩ জুন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরায় অভিযুক্ত নিজের দোষ কবুল করেছেন। অন্যদিকে নির্যাতিতা মহিলাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।