
রবিবাসরীয় দুপুরে লোনাভালাতে (Lonavala) ঘুরতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল উত্তরপ্রদেশের দুই বাসিন্দা। পাহাড়ি ঝর্না দেখতে গিয়ে বাঁধের জলে তলিয়ে গেল দুই যুবক। দু‘ঘন্টা ধরে চলা তল্লাশি অভিযানের পর অবশেষে বিকেলের দিকে উদ্ধার হল তাঁদের দেহ। ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে তাঁদের পরিবারের কাছেও খবর পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, লোনাভালার ভূশি বাঁধের কাছে এদিন দুই যুবক ঘুরতে গিয়েছিল। কিন্তু আচমকা জলের তোড়ে ভেসে যান দুজনে।
দেহগুলি উদ্ধার করে পুলিশ
ইতিমধ্যেই মৃতদের নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা যাচ্ছে, মহম্মদ জামাল (২২) ও সাহিল আশরাফ শেখ (১৯) দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি তাঁরা পিম্পরি চিঞ্চওয়াদ থেরগাঁও এলাকায় চাকরিসূত্রে এসেছিলেন। সাপ্তাহিক ছুটিতে এদিন দুজনে লোনাভালাতে ঘুরতে যান। আর তাতেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। দুই ঘন্টার চেষ্টায় দুজনের দেহ উদ্ধার করে ডুবুরিরা।
গড়চিরোলীতে উদ্ধার হয়ছিল ৬ নাবালকের দেহ
প্রসঙ্গত, আজ সকালে মহারাষ্ট্রের গড়চিরোলী এলাকায় ইন্দ্রবতী নদীতে ৬ কিশোর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তেলেঙ্গানার সীমান্ত লাগোয়া ওই এলাকায় গতকাল বিকেল থেকে নিঁখোঁজ ছিল ওই কিশোররা। এরা সকলেই ছিল তেলেঙ্গানার বাসিন্দা। কিন্তু এদিন ভাসতে ভাসতে তাঁদের দেহ এসে পৌঁছয় মহারাষ্ট্রে।