Benzimidazole Gas Leak In Vizag: বিশাখাপত্তনমে ওষুধের কারখানয় গ্যাস লিক, মৃত ২ আহত ৪

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের (Visakhapatnam) ফের গ্যাস লিকের ঘটনা। এবার ঘটনাস্থল সাইনর লাইফ সায়েন্স পারাইভেট লিমিটেড। এই ওষুধের কারখানায় বিষাক্ত বেঞ্জিমিডাজোল গ্যাস লিক করে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সোমাবর রাতে সাড়ে এগারোটা নাগাদ প্রথম গ্যাস লিকের বিষয়টি সামনে আসে। স্থানীয় পারওয়াদা থানার পুলিশ ইন্সপেক্টর উদয় কুমার জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। মৃত দুই ব্যক্তি ওই কারখানার কর্মী। গ্যাস লিকের সময় তাঁরা ঘটনাস্থলেই ছিলেন। তবে পরে আর সেই গ্যাস ছড়াতে পারেনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সচিবালয় সূত্রে জানানো হয়েছে, সুরক্ষা নিশ্চিত করতেই ওই ওষুধের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

গ্যাস লিক (Photo Credits: ANI

অন্ধ্রপ্রদেশ, ৩০ জুন: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের (Visakhapatnam) ফের গ্যাস লিকের ঘটনা। এবার ঘটনাস্থল সাইনর লাইফ সায়েন্স পারাইভেট লিমিটেড। এই ওষুধের কারখানায় বিষাক্ত বেঞ্জিমিডাজোল গ্যাস লিক করে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সোমাবর রাতে সাড়ে এগারোটা নাগাদ প্রথম গ্যাস লিকের বিষয়টি সামনে আসে। স্থানীয় পারওয়াদা থানার পুলিশ ইন্সপেক্টর উদয় কুমার জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। মৃত দুই ব্যক্তি ওই কারখানার কর্মী। গ্যাস লিকের সময় তাঁরা ঘটনাস্থলেই ছিলেন। তবে পরে আর সেই গ্যাস ছড়াতে পারেনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সচিবালয় সূত্রে জানানো হয়েছে, সুরক্ষা নিশ্চিত করতেই ওই ওষুধের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, যখন গ্যাস লিকের ঘটনাটি ঘটে তখন কারখানায় ৩০ জন কর্মী ছিলেন। তবে কীকারণে গ্যাস লিকের ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।  আরও পড়ুন- Iran Issues Arrest Warrant Against Donald Trump: জেনারেল কাসেম সোলেমানির হত্যার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইরানের

উল্লেখ্য, এর আগে গত ৭ মে রাসায়নিক গ্যাস লিককে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে (Visakhapatnam)। সেখানকার আরআর ভেঙ্কটাপুরম গ্রামে অবস্থিত এল জি পলিমারস ইন্ডাস্ট্রি থেকেই ছড়িয়েছিল বিষাক সারিন গ্যাস। এই ঘটনায় শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়। গ্যাস লিক হওয়ার সঙ্গে সঙ্গেই কারখানা লাগোয়া এলাকার বাসিন্দাদের চোখ জ্বলতে শুরু করে। শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। ভাইজ্যাগ গ্যাস দুর্ঘটনায় (Vizag Gas Tragedy) অভিযুক্ত সংস্থা এলজি পলিমার্সকে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ক্ষয়ক্ষতির বিবরণ শোনার পরে বাকি টাকা ধার্য করা হবে। ভাইজ্যাগের গ্যাস দুর্ঘটনা নিয়ে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই পরিবেশ মন্ত্রক, বন বিভাগ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্যদ এবং আবহাওা দপ্তরকেও এই মর্মে নোটিস পাঠিয়েছে। ফের সেই বিশাখাপত্তনমেই ওষুধের কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে।



@endif