প্রয়াগরাজ: পড়ুয়াদের (students) নিয়ে যাওয়ার সময় স্কুল বাস (school bus) উলটে (overturned) উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মৃত্যু (death) হল দুই ছাত্রের। জখম হয়েছে আরও ১২ জন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি (accident) ঘটেছে প্রয়াগরাজের (Prayagraj) হান্দিয়া পুলিশ স্টেশনের (Handia police station) অন্তর্গত ভেসকি (Bheski) গ্রামে।
এপ্রসঙ্গে গঙ্গানগরের (Ganganagar) অতিরিক্ত সহকারি পুলিশ কমিশনার (Additional Deputy Commissionar of Police) অভিষেক আগরওয়াল (Abhishek Agarwal) জানান, শনিবার সকালে জৌনপুর (Jaunpur) গ্রাম থেকে স্কুলছাত্রদের নিয়ে একটি বাস প্রয়াগরাজে আসছিল। ভেসকি গ্রামের কাছে বাসটি উলটে গিয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। জখম হয়েছে ১২ জন। আরও পড়ুন: Halla Bol March: শিবাজী সম্পর্কে মন্তব্যের প্রতিক্রিয়া ! ভিডিয়োতে দেখুন শিন্ডে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুম্বইয়ে
হান্দিয়ার অতিরিক্ত পুলিশ কমিশনার সুধীর কুমার জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর পাওয়া গেছে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এর ফলে উলটে যায় বাসটি। পরে খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরও জানান, বাসটিতে মোট ৭৫ জন পড়ুয়া ছিল। দুর্ঘটনার ফলে মৃতরা হল অঙ্কিত (১৪) ও অনুরাগ (১৫)। জখম হওয়া ১২ জন ছাত্রকে এসআরএন (SRN) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।