মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Indore Road Accident)। বেসামাল ট্রাকের তলায় চলে গেল বাইক। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বাইক আরোহীর। আগুনে পুড়ে যায় লরির সামনের অংশ। আহত কমপক্ষে ৯ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা-আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালানি নগর রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মদ্যপ চালক

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যের দিকে ট্রাকটি বেসামাল গতিতে আসছিল। আর সামনে থাকা বেশ কয়েকটি বাইক ও গাড়িতে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। শেষে লরি থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত মদ্যপ অবস্থায় লরি চালাচ্ছিল। যে কারণে ঘটে দুর্ঘটনা।

পুলিশি গাফিলতির অভিযোগ স্থানীয়দের

পুলিশসূত্রে খবর, মৃত ও আহতরা সকলেই পুরুষ ছিলেন। এই দুর্ঘটনায় মহিলা বা বাচ্চার প্রাণহানি হয়নি। যদিও এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ হতাহতদের সংখ্যা লোকাচ্ছে। আহতের সংখ্যা ১০ থেকে ১২ জন। ট্রাফিক পুলিশের নজর এড়িয়ে কীভাবে একজন মদ্যপ চালক লরি চালাচ্ছিল, এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যদিও ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।